এবারের ঈদে ঢালিউডের পর্দায় আসছে বেশ কিছু হাইভোল্টেজ সিনেমা, যা দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে। দীর্ঘদিন ধরে এই ছবিগুলোর মুক্তির অপেক্ষায় ছিলেন চলচ্চিত্রপ্রেমীরা। এ তালিকায় রয়েছে শাকিব খান ও ইধিকা পাল অভিনীত ‘বরবাদ’, আফরান নিশো ও তমা মির্জার ‘দাগি’, সিয়াম আহমেদ, বুবলী ও দীঘির ‘জংলি’, মোশাররফ করিমের ‘চক্কর’সহ আরও বেশ কিছু আলোচিত চলচ্চিত্র।
‘জিন ৩’: বড় চ্যালেঞ্জের সামনে নুসরাত ফারিয়া
এই তালিকায় তুলনামূলক কম বাজেটের সিনেমা ‘জিন ৩’ও মুক্তি পাচ্ছে, যা নির্মাণ করেছে জাজ মাল্টিমিডিয়া। এতে অভিনয় করেছেন সজল ও নুসরাত ফারিয়া। ভৌতিক এই সিনেমাটি দর্শকদের মধ্যে কৌতূহল জাগিয়েছে, কারণ ‘জিন’ সিরিজের এটি তৃতীয় কিস্তি।
নুসরাত ফারিয়া এর আগে বেশ কিছু ছবিতে অভিনয় করলেও এখনো বড় সাফল্য পাননি। অন্যদিকে, ‘জিন’ সিরিজের আগের দুটি ছবি বক্স অফিসে গড়পড়তা সাড়া ফেলেছিল। ফলে এবার তার জন্য এটি বড় চ্যালেঞ্জ হতে চলেছে। বিশেষ করে, ঈদের অন্যান্য বড় বাজেটের ছবির সঙ্গে প্রতিযোগিতা করাটাই হবে তার জন্য কঠিন পরীক্ষা। তারকাসমৃদ্ধ ছবির তালিকায় এবার রয়েছেন ইধিকা, বুবলী ও তমা মির্জার মতো প্রতিষ্ঠিত অভিনেত্রীরা, যারা ইতোমধ্যে দর্শকদের আস্থা অর্জন করেছেন।
নুসরাত ফারিয়া নিজেই জানিয়েছেন, ‘জিন ৩’ তার ক্যারিয়ারের সবচেয়ে ভিন্নধর্মী ছবি হতে চলেছে। এতে তাকে একেবারেই নতুন রূপে দেখা যাবে। সিনেমাটিতে তার চরিত্র নিয়ে তিনি বেশ আশাবাদী এবং দর্শকদের কাছ থেকে বিপুল সাড়া পাওয়ার প্রত্যাশা করছেন।
এই ঈদে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে কে সেরা হবে তা নিয়ে চলছে তুমুল আলোচনা। বড় বাজেটের সিনেমাগুলো যেমন আলোচনায় আছে, তেমনি ‘জিন ৩’ও তার নিজস্ব দর্শক তৈরি করতে পারে কিনা, সেটাই দেখার বিষয়। বাংলা সিনেমার দর্শকরা এখন কনটেন্ট ও অভিনয়ের নতুনত্বের দিকে বেশি নজর দেন। তাই, ঈদের বক্স অফিসের লড়াই কতটা জমজমাট হবে, তা সময়ই বলে দেবে।