নির্বচনের পর প্রথম ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল

Posted by on in আন্তর্জাতিক 0
1st Image

গত ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনের পর এই প্রথম তিন দিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। জানা হলো তারা হলো যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের (ইউএসটিআর) দক্ষিণ-মধ্য এশিয়াবিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ। এ সফরে বাণিজ্য সম্প্রসারণ, শ্রম আইন সংস্কার, তথ্য আইনের সুরক্ষাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করার জন্য আগামী ২১ এপ্রিল তাদের বাংলাদেশে আসার কথা রয়েছে।

গত ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনের পর এটি হবে বাংলাদেশে প্রথম কোনো মার্কিন প্রতিনিধিদলের সফর। এ সময় বাংলাদেশ পক্ষহতে প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। বৈঠকে যুক্তরাষ্ট্র শ্রম অধিকারের বিষয়ে সবচেয়ে জোর দেবে বলে পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় জানায় তাই সেভাবে ঢাকাকেও প্রস্তুতি নিতে হচ্ছে। তাছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) নিয়ে বৈঠক করবে বলেও জানা গেছে।

তবে দুদেশের এই বৈঠকে কারা উপস্থিত থাকবেন তা এখনো জানা যায়নি। সেই সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস থাকবেন কি না তাও সম্পূর্ণ পরিষ্কার নয়।