অত্যাধিক গরমে লাইভে জ্ঞান হারালেন সংবাদপাঠিকা

Posted by on in আন্তর্জাতিক 0
1st Image

কয়েকদিন ধরেই তীব্র গরমের মধ্যে হাঁসফাঁস করছে মানুষ। প্রচণ্ড গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বেশ কয়েকদিন ধরে কলকাতায় ৪০ ডিগ্রির ওপরে থাকছে তাপমাত্রা। হিটস্ট্রোকের ঝুঁকির মধ্যেও কাজ করছেন কর্মজীবীরা। অসহনীয় পরিস্থিতি থেকে নিস্তার পাচ্ছেন সংবাদ মাধ্যমের কর্মীরাও। প্রতিনিয়ত গরমের খবর যারা মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন তারাও গরমে প্রবল সংকটের মধ্যে পড়ছেন। এদিকে তীব্র গরমের কারণে লাইভ সংবাদ পাঠের মাঝেই জ্ঞান হারালেন কলকাতা দূরদর্শনের সংবাদ পাঠিকা লোপামুদ্রা সিনহা।
সংবাদ পাঠিকার পাশাপাশি লোপা পরিচিত অভিনেত্রী হিসেবে। ভারতীয় টিভি সিরিয়ালে কাজ করার পাশাপাশি দূরদর্শন টিভিতে সংবাদপাঠ করেন লোপা। সোশ্যাল মিডিয়ায় করা এক পোস্টে তিনি জানান, লাইভ নিউজ চলাকালীন আমার রক্তচাপ মারাত্মক কমে যায়। আমি অজ্ঞান হয়ে যাই। আর নিউজ ফ্লোর সাধারণত শীতাতপ নিয়ন্ত্রিত থাকে। তবে ওইদিন তা কাজ করছিল না। তাই ফ্লোর মারাত্মক গরম হয়ে পড়েছিল।