তীব্রতাপদাহে আরও পাঁচ জনের মৃত্যু
তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে ওঠেছে মানুষ। শহর থেকে গ্রাম-সর্বত্রই ভুগছে মানুষ। নিয়মিত হিটস্ট্রোকে মানুষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। সুখবর নেই আবহাওয়া অধিদপ্তরের বার্তায়ও।
তীব্র তাপদাহে সংস্থাটি আবারো তিনদিনের হিট এলার্ট জারি করেছে। এরই মধ্যে আল্লাহর দরবারে প্রার্থনা জানাচ্ছেন ধর্মপ্রাণ মানুষ, বৃষ্টির জন্য আদায় করছেন ইস্তিসকার নামাজ। দুইদিন কিছুটা কম থাকার পর তাপমাত্রার পারদ আবারো ঊর্ধ্বমুখী। গরমে হাঁসফাঁস করছে মানুষ।
এরই মধ্যে হিটস্ট্রোকে মারাগেছে আরো ৫জন। গতকাল রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়।
রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে অজ্ঞাত এক দিনমজুর (৪৫) মারা যান। অন্যদিকে কুড়িগ্রামের ফু্লবাড়ীতে মোছা. ফাতেমা বেগম (৬০) নামের এক নারীরও হিটস্ট্রোকে মৃত্যু হয়েছে। এরপর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রচণ্ড দাবদাহে হিটস্ট্রোকে একজনের মৃত্যুর খবর জানা গেছে। এরই সাথে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মন্দিরে দায়িত্ব পালনকালে প্রচন্ড গরমে বোমির সাথে নাক-মুখ দিয়ে রক্ত বের হয়ে এক পুরোহিতের মৃত্যু সহ মোট ৫ জনের মৃত্যু হয়।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৪ ডিগ্রি সেলসিয়াস ছিল যশোরে। পার্শ্ববর্তী চুয়াডাঙ্গায় তাপমাত্রা ছিল ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানায়, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজমান থাকতে পারে এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।