এবার রেল সেতুতে বাঁশ, ঝুঁকি মধ্যেই চলছে ট্রেন

Posted by on in বাংলাদেশ 0
1st Image

চট্টগ্রাম রেলপথের মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া বাগানের জানকি ছড়া এলাকায় ১৫৩নং রেলসেতু কাঠের প্রায় অর্ধেক স্লিপার নষ্ট হওয়ায় সেখানে স্লিপারের লোহার ক্লিপে নাটের বদলে ব্যবহৃত হচ্ছে বাঁশের কঞ্চি। ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

দেখা যায়, অনেক স্লিপারে নাট নেই। আবার কোথাও কোথাও দেখা যায় বাঁশের কঞ্চি। সেতুর আশপাশের লাইনেও অনেক ক্লিপ নেই। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করছে রেল।

জানা যায়, ব্রিটিশ সরকারের করা ব্রিজটির পর বর্তমান সরকার শেষবার ব্রিজটি মেরামত করে ২০১৯ সালে। এর পর এর এই নাজেহাল অবস্থা হলেও আর মেরামত করা হয়নি ব্রিজটি । কিন্তু এ অবস্থার মধ্যে দিয়ে প্রায়ই মেঘনা, পদ্মা, যমুনা তেলের ডিপোর জন্য ভারী মালবাহী ট্রেন এই সেতুর ওপর দিয়ে যাওয়া-আসা করে।

এলাকার এক বাসিন্দা জানান, “সেতুটি ব্যবহার হলেও ছোট্ট একটি সেতুতে ২৭টি নাট নেই।” অপর একজন বলেন, ”সেতুর কাঠের তৈরি স্লিপার নষ্ট হয়ে যাওয়ায় ঝুঁকিতে রয়েছে সেতুগুলো। যে পিলারের ওপর ব্রিজটি দাঁড়িয়ে আছে তার মূল নাটগুলো নেই। যে কোনো সময়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।”

এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব বলেন, বিষয়টি স্টেশন মাস্টারকে অবহিত করা হয়েছে। আগামীকাল আইনশৃঙ্খলা মিটিং হবে সেখানে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা বলব।