আরব আমিরাতের জুমার খুতবা নিয়ে নতুন নির্দেশনা
বৃহস্পতিবার (২৭ জুন) খালিজ টাইমসের এক প্রতিবেদনে তথ্য অনুসারে, সংযুক্ত আরব আমিরাতে তাপমাত্রা অসহনীয় পর্যায়ে পৌঁছানোয় জুমার খুতবা ও নামাজ ১০ মিনিটে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। শুক্রবার (২৮ জুন) থেকে এ নির্দেশনা কার্যকর হবে।
প্রতিবেদনে বলা হয়, দেশটিতে গত কয়েকদিনে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের ঘর অতিক্রম করেছে। অসহনীয় এই তাপমাত্রা আগামী অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে বলেও জানানো হয়। সাধারণত জুমার নামাজের খুতবা ইমামের ওপর ভিত্তি করে সময়ের তারতম্য হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে এ খুতবা ১০ থেকে ২০ মিনিটের মধ্যে সমাপ্ত হয়ে যায়। তবে বিভিন্ন জায়গায় লোকজনের ভিড় বেশি হওয়ার কারণে তা মসজিদের বাইরে পর্যন্ত ছাড়িয়ে যায়। ফলে গরম আরেও বেড়ে যায়।
সংযুক্ত আরব আমিরাতের সিরিয়ান প্রবাসী মোহাম্মদ ইয়াসিন বলেন, আমি কয়েকদিন ধরে মসজিদে দেরি করে আসি। ফলে বাইরে উত্তপ্ত জায়গায় অমাাকে নামাজ পড়তে হয়। গরমের তীব্রতা এত বেশি থাকে যে মনে হয় আমার মাথার চুলগুলো পুড়ে যাবে।
তাপমাত্রার এই অসহনীয় অবস্থায় গতকাল এই নতুন নির্দেশনা জারি করেন দেশটি।