রাষ্ট্রের যেকোন প্রয়োজনেে আমরা জনগণের পাশে আছি : সেনাপ্রধান

Posted by on in বাংলাদেশ 0
1st Image

রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে থাকবে। সেনাসদর, হেলমেট অডিটোরিয়ামে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে 'অফিসার্স অ্যাড্রেস' গ্রহণ করে, গত শনিবার  রাতে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য জানায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। 
সেখানে  সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণসহ সকল সেনানিবাস হতে ফরমেশন কমান্ডারগণ ও সকল পদবির সেনাকর্মকর্তাগণ ভিডিও টেলিকনফারেন্স (ভিটিসি) এর মাধ্যমে অংশগ্রহণ করেন। সেখানে  সকল সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে সেনা প্রধান তার বক্তব্যে রাখেন। সেখানে তিনি বিভিন্ন প্রশ্নের জবাব দেয়া সহ  চলমান নিরাপত্তা পরিস্থিতির উপর আলোকপাত করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তাছাড়াও যেকোন পরিস্থিতিতে জনগণের জান-মাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে বলেন। অনলাইনে চলমান বিভিন্ন গুজব সম্পর্কেও তিনি সচেতন করেন। সর্বশেষ তিনি জানান, জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যেকোন প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে।