বিমানবন্দরে যেভাবে আটক হলো পলক

Posted by on in বাংলাদেশ 0
1st Image

আজ মঙ্গলবার (৬ আগষ্ট) বিমানবন্দরে আটক হয় সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। বিমানবন্দরের একটি সূত্র থেকে জানা যায়, ঢাকার হজরত শাহজালাল 
আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের রাজধানী নয়াদিল্লি পাড়ি দেওয়ার জন্য তিনি বিমানবন্দরে গিয়েছিলেন। সেখানে  আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষায় ছিলেন পলক। পরে খবর পেয়ে বিমানবন্দরের কর্মচারীরা তাকে ভিআইপি লাউঞ্জে আটকে রাখেন। পরে বিমানবাহিনীর কর্মকর্তারা এসে তাকে আটক করেন।
শেখ হাসিনা পালানোর আগে থেকেই গা ঢাকা দেয় পলক। ফলে তিনি দেশে আছেন কীনা এ নিয়েও নানা গুঞ্জন উঠে। পরে আজ বিমানবন্দরে তাকে শনাক্ত করে আটক করে বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারীরা।