ট্রাফিকের দ্বায়িত্ব থেকে শিক্ষার্থীদের সরে যাওয়ার আহ্বান
আজ শুক্রবার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের ট্রাফিকের দায়িত্ব থেকে সরে যাওয়ার আহ্বান জানান উপদেষ্টা সারজিস আলম।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বৃহস্পতিবার ধানমন্ডি ৩২ নম্বরে যারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া বঙ্গবীর কাদের সিদ্দিকীর গাড়িতে হামলার বিষয়ে তিনি বলেন, কোন সমন্বয়ক বা অন্য কেউ যদি ঘটনার সাথে জড়িত থাকে তাহলে তাকে বহিষ্কার ও যথাযথ ব্যবস্থা নেয়া হবে। তবে ১৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগ ও ছাত্রলীগ ছদ্মবেশে বিতর্কিত কর্মকাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলেও তিনি অভিযোগ করেন।