দর্শকের প্রশংসায় ভাসছে মেহজাবীন চৌধুরী অভিনীত “প্রিয় মালতী”

Posted by on in বিনোদন 0

২০টির বেশি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে বাংলা সিনেমা “প্রিয় মালতী”। আজ ২০ ডিসেম্বর, শুক্রবার সিনেমাটির প্রথম শো শেষ হয় বেলা দেড়টায়। ‘প্রিয় মালতী’ সিনেমা দেখে দর্শকেরা সন্তোষ প্রকাশ করেছেন। অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, নির্মাতা শঙ্খ দাশগুপ্ত এবং সিনেমায় সংশ্লিষ্টদের দাঁড়িয়ে অভিবাদন জানান দর্শকেরা।

 

রাজধানীর পান্থপথ শাখার স্টার সিনেপ্লেক্সে বেলা ১১টায় দর্শকদের সাথে সিনেমাটি উপভোগ করতে যান মেহজাবীন চৌধুরী, সিনেমাটির নির্মাতা, প্রযোজক ও সংশ্লিষ্টরা। সিনেমাটির প্রথম শো শুরু হয় বেলা ১১টা ২০মিনিটে। দর্শকদের উপস্থিতিতে শো ছিল হাউসফুল। সিনেমা শেষে দর্শকদের ভালোবাসায় সিক্ত হন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সকল বয়সের দর্শকদের দেখা গেছে সিনেমার প্রথম শো তে।

 

অধিকাংশ দর্শক সিনেমাটির নির্মাতা শঙ্খ দাশগুপ্তর গল্প ও নির্মাণের প্রশংসা করেছেন। সিনেমাটি দেখে কিছু দর্শকের চোখে পানি বের হতেও দেখা যায়। সিনেমা শেষে মেহজাবীন সংবাদমাধ্যমে বলেন, ‘সিনেমা ভালো লাগবে, এই প্রত্যাশা ছিল। কিন্তু দর্শক এতটা ইমোশনাল হয়ে পড়বেন, আশা করিনি। খুবই ভালো লাগছে, সবাইকে ধন্যবাদ।’ সংবাদমাধ্যমে আরও কথা বলেন নির্মাতা শঙ্খ দাশগুপ্ত। তিনি বলেন, ‘মাত্র তো প্রথম শো। অনেকেই ভালো বলছেন। এমন আরও অনেকেই মন্তব্য করবেন। এগুলো তো মাত্র আসা শুরু হলো। আশা করছি, দর্শকদের ভালো লাগার কথাই বেশি আসবে। আমি সবাইকে শুধু বলতে চাই, আপনারা “প্রিয় মালতী” দেখতে আসুন, আপনাদের গল্পই বলা হয়েছে সিনেমায়।’

 

বড় পর্দায় এ সিনেমার মাধ্যমে অভিষিক্ত হয়েছেন মেহজাবীন অভিনেত্রী হিসেবে, শঙ্খ দাশগুপ্ত নির্মাতা হিসেবে এবং আদনান আল রাজীব প্রযোজক হিসেবে। ‘ফ্রেম পার সেকেন্ড’ এবং ওটিটি প্লাটফর্ম ‘চরকি’ সিনেমাটি প্রযোজনা করেছে। ইউ গ্রেডের সেন্সর সার্টিফিকেট পাওয়ায়  সকল বয়সের দর্শক সিনেমাটি দেখতে পারবেন। কায়রো চলচ্চিত্র উৎসব এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব ইন্ডিয়ায় সিনেমাটি প্রদর্শিত হয়েছে এবং ব্যাপক প্রশংসা পেয়েছে।