ঢাকার কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে ১৬ বছর পর জামিনে মুক্তি পেয়েছেন ১৭৮ জন সাবেক বিডিআর সদস্য। এরমধ্যে কেরানীগঞ্জ কারাগার থেকে ৪৩ জন এবং কাশিমপুর কারাগার থেকে ১৩৫ জন সদস্য বেরিয়ে আসেন। তারা পিলখানা ট্র্যাজেডি সংক্রান্ত বিস্ফোরক আইনের একটি মামলায় জামিন পেয়ে মুক্ত হন।
বৃহস্পতিবার সকালে একযোগে কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তারা। কারা গেটের বাইরে অপেক্ষায় থাকা স্বজনদের মধ্যে ছিল আনন্দের ঝিলিক। অনেকেই বেরিয়ে আসা সাবেক বিডিআর সদস্যদের মিষ্টিমুখ করিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
এর আগে গত ১৯ জানুয়ারি ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক ইব্রাহিম মিয়ার আদালতে কেরানীগঞ্জ কারাগারের অস্থায়ী আদালতে সাক্ষ্য গ্রহণ ও জামিন শুনানি হয়। আদালত বিস্ফোরক মামলায় এ আসামিদের জামিন মঞ্জুর করেন।
আদালতের আদেশে উল্লেখ করা হয়, যেসব আসামি বিডিআর বিদ্রোহের হত্যা মামলায় খালাস পেয়েছেন এবং যাদের বিরুদ্ধে উচ্চ আদালতে কোনো আপিল নেই, তারা জামিনে মুক্তি পেতে পারবেন। পাশাপাশি, যাদের সাজা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং যাদের বিরুদ্ধে উচ্চ আদালতে কোনো মামলা ঝুলছে না, তারাও মুক্তির সুযোগ পাবেন।
গত ২২ জানুয়ারি আদালতের আদেশ অনুযায়ী ১৭৮ জনের জামিনের কাগজপত্র কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এরপর বৃহস্পতিবার তারা কারাগার থেকে বেরিয়ে আসেন, যা স্বজনদের জন্য দীর্ঘ অপেক্ষার অবসান ঘটায়।