Home আন্তর্জাতিক আমেরিকা যুক্তরাষ্ট্রে একদিনে পাঁচ শতাধিক নথিপত্রহীন অভিবাসী গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে একদিনে পাঁচ শতাধিক নথিপত্রহীন অভিবাসী গ্রেপ্তার

Posted by on in আন্তর্জাতিক 0
1st Image

যুক্তরাষ্ট্রের অভিবাসন এজেন্টরা বৃহৎ অভিযানে ৫০০ জনেরও বেশি নথিপত্রহীন অভিবাসীকে গ্রেপ্তার করেছেন। গত বৃহস্পতিবার পরিচালিত এই অভিযানের তথ্য হোয়াইট হাউসের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে।  

গ্রেপ্তার অভিযানের বিস্তারিত

হোয়াইট হাউসের প্রকাশিত তথ্যমতে, অভিযান চালিয়ে ৫৩৮ জন নথিপত্রহীন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন অপরাধে অভিযুক্ত থাকার কারণে কর্তৃপক্ষ তাঁদের খুঁজছিল। এই অভিযান যুক্তরাষ্ট্রের সীমান্ত সুরক্ষিত করার জন্য ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নেওয়া কঠোর পদক্ষেপগুলোর একটি অংশ। প্রশাসন জানিয়েছে, এ ধরনের কার্যক্রম অবৈধ অভিবাসীদের নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে।

অভিযান পরিচালিত শহরগুলো

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটন, ফিলাডেলফিয়া, বোস্টন, আটলান্টা, এবং মিয়ামিসহ একাধিক বড় শহরে এই অভিযান চালানো হয়। অভিযানের লক্ষ্য ছিল সেইসব স্থান, যেখানে নথিপত্রহীন অভিবাসীরা আশ্রয় নিতে পারেন, যেমন গির্জা বা স্কুল।

ট্রাম্প প্রশাসনের কড়া অবস্থান

গত সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব নেওয়ার পর তিনি যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের দেশ থেকে বহিষ্কারের প্রতিশ্রুতি দেন। এরই অংশ হিসেবে গির্জা এবং স্কুলে অভিযান চালানোর অনুমতি দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এই অভিযানের নেতৃত্ব দেয়। ট্রাম্প প্রশাসনের অনুমতি অনুযায়ী, আইসিই কর্মকর্তারা অভিবাসীদের গ্রেপ্তার করতে নানা স্থানে অভিযান চালান।

ট্রাম্পের পরিকল্পনা

ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রচারণার সময় থেকেই যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার অঙ্গীকার করে আসছেন। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি সেই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে দ্রুত পদক্ষেপ নিয়েছেন। এই অভিযান সেই পরিকল্পনার একটি অংশ, যা অবৈধ অভিবাসীদের চিহ্নিত ও বহিষ্কারে তাঁর প্রশাসনের দৃঢ় অবস্থানকে তুলে ধরেছে। যুক্তরাষ্ট্রে অভিবাসন সংক্রান্ত নীতির এই কঠোর পরিবর্তন অভিবাসীদের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে এবং এটি স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা সৃষ্টি করেছে।