Home আন্তর্জাতিক এশিয়া ভারতে সংখ্যালঘু বিদ্বেষ ২০২৪ সালে বেড়েছে ৭৪ শতাংশ

ভারতে সংখ্যালঘু বিদ্বেষ ২০২৪ সালে বেড়েছে ৭৪ শতাংশ

Posted by on in আন্তর্জাতিক 0
1st Image

ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচারণা ২০২৪ সালে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ওয়াশিংটন-ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়া হেট ল্যাব এক প্রতিবেদনে জানিয়েছে, আগের বছরের তুলনায় সংখ্যালঘু বিদ্বেষমূলক ঘটনার সংখ্যা ৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সোমবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের সংখ্যা বেড়েছে। ২০২৪ সালে মোট ১১৬৫টি বিদ্বেষমূলক ঘটনা নথিভুক্ত হয়েছে। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ৬৬৮টি। রাজনৈতিক সমাবেশ, ধর্মীয় মিছিল, প্রতিবাদ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব বিদ্বেষমূলক বক্তব্য বেশি দেখা গেছে।

গবেষকরা মনে করছেন, ভারতের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই ঘৃণার প্রচারণা ব্যাপকভাবে বেড়েছে। ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে এই প্রতিবেদন প্রকাশের সময়টা বেশ তাৎপর্যপূর্ণ, কারণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শিগগিরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন।

তারা ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিপীড়নের জন্য মোদি সরকারকে দায়ী করেছে। এই গবেষণা প্রকাশের পর বিশ্বব্যাপী মানবাধিকার কর্মীরা ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, বিদ্বেষমূলক বক্তব্য এবং প্রচারণা সাম্প্রদায়িক সহিংসতা উসকে দিতে পারে, যা ভারতের সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি।

ভারতে সংখ্যালঘুবিদ্বেষ আগের তুলনায় বেশি সংগঠিত ও ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। গবেষণায় দেখা গেছে, নির্বাচনী প্রচারণার সময় সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া হচ্ছে, যা ভবিষ্যতে আরও সংঘাত বাড়াতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন ভারতের মানবাধিকার পরিস্থিতির দিকে, বিশেষ করে মোদি-ট্রাম্প বৈঠকের আগে এই প্রতিবেদন প্রকাশ হওয়ায় বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।