রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে শুক্রবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, যা দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট একযোগে কাজ করে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার রাত ১২:৪৫ মিনিটের দিকে কড়াইল বস্তির একটি দোকানে হঠাৎ অগ্নিকাণ্ড শুরু হয়। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বাড়তে থাকায় অতিরিক্ত ৫টি ইউনিট যোগ দেয়। রাত ১:৪৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান নিশ্চিত করেন। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
একইদিন শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর খিলগাঁও তালতলায় একটি স’মিলে আরেকটি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট টানা দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, এই অগ্নিকাণ্ডে প্রায় ২০টি দোকান ও দুটি স’মিল সম্পূর্ণ ভস্মীভূত হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
দুইটি অগ্নিকাণ্ডের ঘটনা রাজধানীর অগ্নি নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে আবারও প্রকাশ্যে এনেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। অগ্নিকাণ্ড প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং অগ্নি নির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। বিশেষ করে বস্তি ও ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর অগ্নি নিরাপত্তা জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।