স্বামীকে নিয়ে যে অভিযোগ তুললেন পরিণীতি

Posted by on in বিনোদন 0
1st Image

গতবছরের সেপ্টম্বরে রাজনীতিবিদ রাঘব চাড্ডাকে বিয়ে করে বেশ আলোচনায় আসেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। পাঞ্জাবি রীতি মেনে রাজকীয়ভাবে বিয়ে করেছিলেন অভিনেত্রী পরিণীতি ও রাঘব। আলোচনায় থাকার কারণটা ছিল শোবিজ অঙ্গনের বাইরের একজন কে বিয়ে করার জন্য। কেননা এর আগে অনেক তারকাই খেলোয়াড় বা শোবিজ অঙ্গনের কাউকে বিয়ে করেছেন শোনা গেলেও রাজনীতিবিদকে বিয়ের ঘটনা কমই ঘটেছে বলিউডে।তবে বিয়ের এক বছর না যেতেই একটু অভিমানের সুরে স্বামীকে নিয়ে অভিযোগ তুললেন পরিণীতি। তিনি বলেন, 'ওর বিরুদ্ধে আমার একটাই অভিযোগ। রাঘব বিনোদন জগতের কিছুই জানে না। গান একটু-আধটু শুনলেও সেটা আমার ছবির কোনো গান কিনা তা ওকে জিজ্ঞাসা করলে ও বলতেই পারবে না।' তারপরও মনে মনে কষ্ট থাকলেও রাঘবের উপর কোনো রাগ নেই বলে জানান পরিণীতি।

পরিণীতি চোপড়া
এদিকে ওটিটিতে মুক্তি পাওয়া ‘চমকিলা’য় অভিনয় করে ফের খবরের শিরোনামে চলে এসেছেন পরিণীতি চোপড়া।
চিত্রসমালোচক থেকে শুরু করে দর্শক সবাই পরিণীতির অভিনয়ে প্রশংসায় পঞ্চমুখ। তবুও মন খারাপ পরিণীতির। এ প্রসঙ্গে পরিণীতি বলেন , ‘জীবনে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি। লোকের প্রচুর ভুল কথাও শুনেছি! আসলে, তখন ঠিক বুঝতাম না। লোকে বলত, ওই অভিনেত্রী ওরকমটা করেছে, তোমাকেও সেরকমটা করতে হবে। আর আমিও সেটা মেনে নিতাম। তবে এখন বুঝতে পারি। তাই প্রযোজক ও পরিচালকদের বলতে চাই, এখন আমাকে কাস্ট করুন, আমার বর্তমানটা দেখে, অতীত দেখে নয়।'