আমার শরীর ব্যবহার করেছে সে, অভিযোগ করেন অভিনেত্রী রাখি
রাখি সাওয়ান্তের প্রাক্তন স্বামী আদিল খান দুরানি সোশ্যাল মিডিয়ায় ফলাও করে জানিয়ে দিলেন তিনি আবার বিয়ে করেছেন। বিগ বস খ্যাত রিয়েলিটি শোয়ের ১২ টম আসরের প্রতিযোগী সোমি খানের সঙ্গে দ্বিতীয়বার বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। গত বৃহস্পতিবার (৭ মার্চ) নতুন বউয়ের সঙ্গে ছবি পোস্ট করে সুখী দাম্পত্যের কথাও জানিয়েছেন আদিল। আর তা দেখেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান রাখি সাওয়ান্ত। গত শুক্রবার (৮ মার্চ) ইনস্টাগ্রামে রাখি একটি পোস্টে জানান তার মনের কথা। রাখির মতে, আদিল তার শরীর ব্যবহার করে ছেড়ে দিয়েছেন।
গত বছর জুলাই মাসে আদিলকে বিয়ে করেন রাখি সাওয়ান্ত। আদিলের সঙ্গে সংসার শুরু করার জন্য মুসলিম ধর্মও গ্রহণ করেন রাখি। বিয়ের কয়েক মাস পর থেকেই আদিল ও রাখির সংসারে অশান্তি শুরু হয়। রাখির দাবি, আদিলের সঙ্গে নাকি তার বিবাহ বিচ্ছেদও হয়নি।
ঐ পোস্টে রাখি বলেন, ‘আমি নিজেকে নিয়ে গর্বিত। আমি সবরকম যন্ত্রণা, পারিবারিক সমস্যা, বিশ্বাস, হার্টব্রেক, নিরাপত্তাহীনতা, বিষন্নতা ইত্যাদির মধ্য দিয়ে যাচ্ছি। আমি এইসবের সঙ্গে লড়াই করেছি। আমার শরীর নিয়ে খেলেছে আদিল। কিন্তু, আমি কখনও হাল ছাড়িনি।’