ইরাক থেকে যুক্তরাষ্ট্রের সামরিকঘাঁটিতে ৫ রকেট হামলা
ইরাকের জুমমার শহর থেকে সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে রোববার (২১ এপ্রিল) ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। অন্তত পাঁচটি রকেট এই হামলায় ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে ইরাকের নিরাপত্তা বাহিনীর দুটি সূত্র এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্স। হামলা পরিচালনার জন্য ছোট একটি ট্রাকের পেছনে রকেট লঞ্চার যুক্ত করা হয়। আর ট্রাকটিকে সিরিয়ার সীমান্তবর্তী শহর জুমমারে পার্ক করে রাখা অবস্থায় চিহ্নিত করা হয়।
এ বছরের ফেব্রুয়ারির পর থেকে এই প্রথম মার্কিন সেনাদের বিরুদ্ধে ইরাকের ইরান সমর্থিত বাহিনীর এ হামলা সংগঠিত হয়। ফেব্রুয়ারির পর থেকে ইরাকের ইরান সমর্থিত গোষ্ঠীগুলো মার্কিন সেনাদের বিরুদ্ধে হামলা বন্ধ করেছিল। হামলার একদিন আগে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মেদ শিয়া আল-সুদানি যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরেন। যুক্তরাষ্ট্র সফরে তিনি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন।
কাতাইব হিজবুল্লা’র সঙ্গে সম্পৃক্ত একটি টেলিগ্রাম গ্রুপের পোস্টে বলা হয়েছে, ইরাকে মার্কিন সামরিক জোটের কার্যক্রম শেষ করার আলোচনা ধীর গতিতে আগানোর ফলে প্রায় তিন মাস বিরতির পর আবারও ইরাকের সশস্ত্র সংগঠনগুলো হামলা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।
নাম না প্রকাশের শর্তে এক মার্কিন কর্মকর্তা জানান, ইরাক থেকে সিরিয়ার রুমালিনে অবস্থিত যৌথ বাহিনীর ঘাঁটিতে পাঁচটিরও বেশি রকেট ছোড়া হয়েছে। তবে এই হামলায় কোনো মার্কিন সেনা আহত হয়নি।