জায়েদ খানের মোবাইল পানিতে ছুড়ে ফেললেন সাকিব
ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের আলোচিত-সমালোচিত নায়ক জায়েদ খান। তার নানান কর্মকাণ্ডের জন্য বিভিন্ন সময়ে সমালোচিত হতে হয়। আর বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। মাঠ এবং মাঠের বাইরে আলোচনায় থাকেন প্রায়ই। বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনায় সাকিবের মেজাজ হারাতে দেখা গেছে। এবার তাকে দেখা গেছে চিত্রনায়ক জায়েদ খানের ওপর ক্ষোভ ঝাড়তে। সম্প্রতি এক ভিডিওতে দেখা যায় চিত্রনায়ক জায়েদ খানের ফোন পানিতে ফেলে দেন সাকিব।
সাকিব আল হাসান ও জায়েদ খানের ৫ সেকেন্ডের এক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। সেখানে জায়েদের সঙ্গে ভালো ব্যবহার করতে দেখা যায়নি সাকিবকে। সেখানে দেখা যায়, জায়েদ খানের সঙ্গে সেলফি তুলছেন সাকিব। এরপর মুখে অবহেলা ও বিরক্তির ছাপ ফুটিয়ে তুলে মোবাইলফোন ছুড়ে মারেন সুইমিং পুলের পানিতে। এরপর সোজা হেঁটে যান সামনের দিকে। কিছু বুঝে ওঠার আগেই সাকিবের এমন আচরণে হতভম্ব হয়ে যান জায়েদ খান। সুইমিং পুলের পানির দিকে তাকিয়ে হায় হুতাশ করছেন তিনি। ধারণা করা হচ্ছে, পানিতে ছুড়ে ফেলা ফোনটি জায়েদ খানের।
তবে ভিডিওটির পারিপার্শ্বিক পরিবেশ দেখে ধারণা করা হচ্ছে, এটি একটি শুটিংয়ের অংশ হয়ে থাকতে পারে। এটি কোনো ধরণের শুটিং কিনা তা কেউ নিশ্চিত করতে পারেনি। ফোন পানিতে ছুড়ে ফেলার ফাঁস হওয়া ভিডিওর বিষয়টি নিয়ে সাকিব-জায়েদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পায়নি সংবাদমাধ্যম।