‘সোনার চর’ হাউসফুল, উচ্ছ্বসিত জায়েদ খান

Posted by on in বিনোদন 0
1st Image

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেয়েছে বেশ কয়েকটি সিনেমা। এর মধ্যে অন্যতম সিনেমা হলো জায়েদ খান অভিনীত ‘সোনার চর’। দীর্ঘ এক যুগ পর ঈদে মুক্তি পেল এই নায়কের অভিনীত কোনো সিনেমা। ঈদের দ্বিতীয় দিনেও সিনেমাটি দেখতে হাউসফুল দর্শক হয়েছে কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে। এদিকে ‘সোনার চর’ হাউসফুল হওয়ায় ব্যাপক উচ্ছ্বসিত জায়েদ।
এদিকে হলে সিনেমাটি দেখার পর জায়েদের অভিনয়ের প্রশংসা করেছেন দর্শকরা।

 
সম্প্রতি দেশের এক গণমাধ্যমে সেই অনুভূতিই শেয়ার করেছেন অভিনেতা। তিনি বলেন, আমি আগেই বলেছিলাম দর্শকরা আমার সিনেমা গ্রহণ করবেন। আমি নিজের সেরাটা দিয়েছি। সিনেমাটি হাউসফুল গেছে শুনে ভালো লাগছে। ঈদের দিন থেকেই দর্শকের ভালো সাড়া পাচ্ছি। ভাবলাম নিজের চোখে দর্শকের অনুভূতি দেখি। তাই শো দেখতে যাচ্ছি।
এদিকে হলে সিনেমাটি দেখার পর জায়েদের অভিনয়ের প্রশংসা করেছেন দর্শকরা।

 
প্রসঙ্গত, জায়েদ খান অভিনীত ‘সোনার চর’ সিনেমাটি নির্মাণ করেছেন জাহিদ হাসান। জায়েদ খান ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন— ওমর সানী, মৌসুমী, স্নিগ্ধা, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন প্রমুখ।