ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি জীবন সংকটে: রয়টার্স
আজ রোববারের (১৯ মে) ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী একটি হেলিকপ্টার জলফা নামক এলাকার কাছে মাটিতে আছড়ে পড়ে। আছড়ে পড়ার পর এ নিয়ে শুরু হয় তোলপাড় সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ বলছে এতে রাইসি ছিলেন না। দেশটির কিছু সংবাদমাধ্যমে, হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে দাবি করছে।
এ বিষয়ে ইরানের বার্তা সংস্থা তাসনিমের এক প্রতিবেদনের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ বলছে, দুর্ঘটনার পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে সেখানে পাওয়া যায়নি। তবে, এতে এই খবরের কোনো সত্যতা নিশ্চিত করা যায়নি।
উদ্ধার সম্পর্কে স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম বলছে, এলাকাটি কুয়াশাচ্ছন্ন। এ কারণে হেলিকপ্টারের অবস্থান বোঝা যাচ্ছে না।
তবে এরই মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানী কর্মকর্তা জানিয়েছে, এই দুর্ঘটনায় ইব্রাহিম রাইসি এবং তার সফরসঙ্গী দেশটির পররাষ্ট্রমন্ত্রীর জীবন ঝুঁকিতে রয়েছে।
ইরানের সরকারি গণমাধ্যম জানিয়েছে, রাইসির হেলিকপ্টারটি অবতরণ করতে বাধ্য হয়েছে। হেলিকপ্টার অবতরণ করার সময় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর উদ্ধারকারী দল সেখানে দ্রুত যায়। তবে, তারা উদ্ধার শুরু করতে পেরেছে কিনা জানা যায়নি, বলে রাষ্ট্রীয় টিভি চ্যানেলের বরাতে এক প্রতিবেদনে জানায় বার্তা সংস্থা রয়টার্স।