‘আমার বাসায় কাজ করে যাওয়া পিয়ন এখন ৪০০ কোটি টাকার মালিক’

Posted by on in বাংলাদেশ 0
1st Image

রোববার বিকালে বঙ্গভবনে সংবাদ সম্মেলনে সম্প্রতি বেশ কয়েকজন কর্মকর্তার দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের তথ্য প্রকাশের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এনে দুর্নীতি বিরোধী কার্যক্রম চালিয়ে যাওয়া হবে কিনা প্রশ্ন করলে প্রধানমন্ত্রী বলেন,  কোন ড্রাইভার কত টাকা বানালো, কে কী বানালো, সেটা খোঁজ করে ধরা হচ্ছে বলেই সবাই জানতে পারছে।

তিনি আরও বলেন, আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। এটা বাস্তব কথা। কী করে বানালো এই টাকা। যখন আমি জানছি, তাকে বাদ দিয়ে কার্ড সিজ করে আমি ব্যবস্থা নিয়েছি। এটা তো হয়। 

আরেকটা কথা, সারাবিশ্বেই যে দেশটায় অর্থনীতিতে উন্নতি হয়, সেখানেই এ ধরনের কিছু অনিয়ম হয়, কিছু লোকের হাতে চলে যায়, কিছু টাকা-পয়সা বানায়। তারা তো অপেক্ষা করে থাকে। যুগযুগ ধরে এভাবেই চলে আসছে। ধরার পর এগুলো চোখে আসে। তাছাড়া তো হয় না। যখনই ধরা পড়ে তখনই আমরা ব্যবস্থা নেই।