এসি হেলমেট পড়ে কাজ করছে ট্রাফিক পুলিশ, যেভাবে কাজ করে এটি

Posted by on in আন্তর্জাতিক 0
1st Image

সচরাচর আমরা মোটরসাইকেলে হেলমেট ব্যবহার করলেও  ট্রাফিক পুলিশ হেলমেট পড়েছেন এরকম ঘটনা খুব কমই দেখা যায় কিন্তু এই হেলমেট টা যদি হয় এসি হেলমেট তাহলে ব্যাপারটা কেমন শুনায়। সম্প্রতি এমনটিই ভারতের লখনৌতে ট্রাফিক পুলিশের ক্ষেত্রে দেখা গেছে।

এসি হেলমেট ব্যাপারটা অনেকের কাছেই সম্পূর্ণ নতুন। এসি হেলমেট ব্যাপারটা অনেকের কাছেই সম্পূর্ণ নতুন। তাহলে চলুন জেনে নেই এসি হেলমেট কী এবং অন্যান্য হেলমেট থেকে কেন এটি আলাদা?

মূলত এসি হেলমেটে অন্যান্য হেলমেটের মতোই বাহিরে একটি শক্ত আবরন এবং মুখমন্ডলের সামনেও প্লাস্টিকের থাকে।  কিন্তু সাধারণ হেলমেট থেকে এটি আলাদা। কারণ এতে রয়েছে নির্দিষ্ট ব্যাটারিপ্যাক এবং কুলিং ফাংশন। ওজনে অন্যান্য যেকোনো সাধারণ হেলমেটের চেয়ে হালকা এই এসি হেলমেটটির রিচার্জের জন্য আলাদা জায়গা থাকে। যিনি হেলমেটটি পড়েছেন তিনি সহজেই 'হেলমেট এলার্ট সিস্টেম’ এর মাধ্যমে বুঝতে পারেন যে কখন এটিতে চার্জ দিতে হবে।

লখনৌতে গ্রীষ্মকালীন তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি ছাড়িয়ে যায়। ট্রাফিক পুলিশদের ঠান্ডা বাতাস দেওয়ার পাশপাশি এই প্রযুক্তির হেলমেট মূলত তীব্র গরমে স্থির হয়ে ট্রাফিক পুলিশদের নিজেদের কাজ হয়ে ভালভাবে চালিয়ে যাওয়ার জন্য তৈরি করা হয়েছে।