মোবাইল নেটওয়ার্কে বন্ধ হলো ফেসবুক ও টেলিগ্রাম
এর আগে কোটা আন্দোলনকে কেন্দ্র করে গত ১৭ই জুলাই থেকে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধ করে দেয়া হয়। পরে ৩১ শে জুলাইল বেলা ২ টা থেকে আবার চালু করা হয় এসকল প্লাটফর্ম।
তবে এবারও আন্দোলনকে কেন্দ্র করে আজ শুক্রবার দুপুর সোয়া ১২টার পর শুধু শুধু মোবাইল নেটওয়ার্কে বন্ধ করা হয় সামাজিক মাধ্যম ফেসবুকসহ মেটার ক্যাশ ও রাশিয়া ভিত্তিক মেসেজিং অ্যাপ টেলিগ্রাম।
সংশ্লিষ্টরা ধারণা করছেন, এর ফলে আগের মতো ভিপিএন ব্যবহার বাড়বে ফলে ইন্টারনেট গতির ওপর প্রভাব পড়বে আবারো।