মৌসুমীর বিরুদ্ধে জারি হলো গ্রেপ্তারি পরোয়ানা

Posted by on in বিনোদন 0
1st Image

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের এক লাখ ছয় হাজার ২১১ টাকার চেক ডিজঅনারের অভিযোগে নায়িকা মৌসুমীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত। গত বছরের ৩ ডিসেম্বর ঢাকার একটি আদালতে অভিনেত্রী আরিফা পারভিন জামান মৌসুমীর বিরুদ্ধে মামলা করেন আইপিডিসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এম এম মুশফিকুর রশীদ।
গ্রেপ্তারসংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ অক্টোবর দিন ধার্য রয়েছে। আইপিডিসির মামলা আদালত আমলে নিয়ে তাকে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। প্রথমে মৌসুমির  গুলশান-১-এর বাসায় এরপর  ২৮ এপ্রিল তার বসুন্ধরা আবাসিকের বাসায় সমন পাঠালে তা ফেরত আসে। শেষবার সমন জারি হওয়ার পর আদালতে উপস্থিত না হওয়ায় ২৪ জুলাই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
এ বিষয়ে আইপিডিসির আইনজীবী আবু আল নাহিদ  বলেন, চিত্রনায়িকা মৌসুমীর বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা করা হয়েছে। এ মামলায় আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।