সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা ইস্তফা দিয়ে দেশত্যাগ করার পর সারাদেশে শুরু হয় অরাজকতা। পুলিশ লাইস্ সহ নানান স্থাপনা ও প্রতিষ্ঠানে হামলা চালায় জনতা। এতে আন্দোলনের পর তুঙ্গে উঠে বিশৃঙ্খলা এক পর্যায়ে আবারো পুলিশ ও জনতার মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এ অবস্থায় পুলিশ ফোর্স তাদের দাবি নিয়ে ডিউটি বর্জন করার খবর ছড়িয়ে পড়ে। ফলে জনসাধারণের নিরাপত্তা পড়ে ঝুকির মুখে। দেশের এই পরিস্থিতিতে আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক (ভিডিপি প্রশিক্ষণ, গণসংযোগ কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে) মো. রুবেল হোসাইনের গণমাধ্যমকে এক খুদে পাঠায়। সেখানে বলা হয় ঢাকাসহ দেশের বিভিন্ন থানার অভ্যন্তরীণ নিরাপত্তা, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা এবং ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব আনসার-ভিডিপি -এর কাছে হস্তান্তরের করা হয়েছে।
ট্রাফিকসহ বিভিন্ন থানার নিয়ন্ত্রণের দায়িত্বে আনসার-ভিডিপি
Posted by অনলাইন-ডেস্ক on in বাংলাদেশ
0
