আরো এক দেশের প্রধানমন্ত্রীকে বরখাস্ত
![1st Image](https://www.shohoznews.com/uploads/sliderimg/pxdtyesbdxjzsjhnzwaw.jpg )
শিনহুয়ার খবর অনুসারে গতকাল বুধবার প্রধানমন্ত্রী আহমেদ হাচানিকে বরখাস্ত করেছেন তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ। গত বছরের আগস্টে তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করার এক বছরের মাথায় পদ হারালেন তিনি। তবে তাকে বরখাস্তের কোন কারণ বা বিবৃতি উল্লেখ করা হয়নি।
তবে দেশের সম্ভাব্য অস্থিতিশীল পরিস্থিতির জন্য প্রেসিডেন্ট কোনো ষড়যন্ত্রের গোয়েন্দা তথ্য পেতে পারেন। যাতে প্রধানমন্ত্রীর নাম জড়িত থাকতে পারে। এ জন্য হাচানিকে বিপজ্জনক মনে করে দ্রুত পদক্ষেপ নিয়েছেন প্রেসিডেন্ট সাইদ।
উত্তর আফ্রিকার উপকূলে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত দেশ তিউনিসিয়া। দেশটির প্রেসিডেন্ট সাইদ ইতিমধ্যে সামাজিক বিষয়কমন্ত্রী কামেল মাদ্দৌরিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে।
আঞ্চলিক সংবাদমাধ্যমে বলা হচ্ছে, আগামী নির্বাচন ঘিরে তিউনিসিয়া জটিল সময় পার করছে। জনগণের মধ্যে সরকার নিয়ে ক্ষোভ বাড়ছে। যা ইতিমধ্যে বিভিন্ন খাতে জনরোষে রূপ নিতে শুরু করেছে। ধারণা করা হচ্ছে, বিরোধী একটি শিবিরে চাপা ক্ষোভ বিরাজ করছে। এমন পরিস্থিতিতে দেশের অনেক অঞ্চলে পানি ও বিদ্যুৎ বিভ্রাট বেড়েই চলেছে। এসব ঘটনা প্রেসিডেন্টের প্রতি জনগণের অনীহা আরও বাড়িয়ে দিতে পারে।