উর্বশী রাউতেলার নাচ নিয়ে বিতর্ক, ‘অশালীন’ আখ্যা দিচ্ছেন অনেকে

Posted by on in বিনোদন 0
1st Image

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা সবসময় বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকেন। তবে এবার ‘ডাকু মহারাজ’ ছবির গান ‘দাবিডি দিবিডি’ নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা, যা তার আগের সব বিতর্ককে ছাড়িয়ে গেছে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানা গেছে, ২ জানুয়ারি মুক্তি পাওয়া এই গান নিয়ে নেটিজেনদের রোষের মুখে পড়েছেন উর্বশী।  

গানটি প্রকাশ্যে আসার পরই উর্বশীর নাচের ভঙ্গি নিয়ে সমালোচনা শুরু হয়। অনেকেই এই নাচকে ‘অশালীন’ আখ্যা দিয়ে প্রশ্ন তুলেছেন, এমন নাচ কীভাবে প্রকাশ্যে আসতে পারে।  

এছাড়াও, গানে ৬৪ বছর বয়সী তেলেগু তারকা নন্দমুরি বালাকৃষ্ণের সঙ্গে উর্বশীর আবেদনময়ী নাচ অনেকে মেনে নিতে পারছেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব দৃশ্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি উর্বশী রাউতেলা।  

২০১৩ সালে সানি দেওলের ‘সিং সাব দ্য গ্রেট’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন উর্বশী। কিন্তু হিট সিনেমার চেয়ে বিতর্কই তার ক্যারিয়ারে বেশি আলোচিত। প্রায়ই তিনি বিভিন্ন কারণে খবরের শিরোনাম হন।  

তেলেগু সিনেমা ‘ডাকু মহারাজ’-এর মাধ্যমে তেলেগু ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে বলিউড অভিনেতা ববি দেওলের। উর্বশীও এই সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন। সিনেমাটি মুক্তি পাবে ১২ জানুয়ারি ২০২৫।
 
উর্বশী রাউতেলার নাচ এবং গানের বিষয়টি যতই বিতর্কিত হোক না কেন, এই ঘটনা তাকে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছে। তবে সমালোচনা নিয়ে তিনি কীভাবে প্রতিক্রিয়া জানাবেন, সেটি দেখার বিষয়।