ফারহানের শারীরিক অবস্থা উন্নতির পথে, শিগগির কেবিনে স্থানান্তর

Posted by on in বিনোদন 0
1st Image

জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহানের শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটাই উন্নত হয়েছে। সর্বশেষ জানা গেছে, তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালের এইচডিইউতে (হাই ডিপেনডেন্সি ইউনিট) ভর্তি রয়েছেন। এখন কথা বলতে পারছেন এবং খাবার গ্রহণ করছেন। নির্মাতা তৌফিকুল ইসলামের দেওয়া তথ্য অনুযায়ী, শিগগিরই তাঁকে কেবিনে স্থানান্তর করা হবে।

নির্মাতা তৌফিকুল ইসলাম বলেন, “ফারহানের রক্তচাপ এখনো স্থিতিশীল নয়। মাঝে মধ্যে ওঠানামা করছে। তবে তিনি আপাতত শঙ্কামুক্ত। চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন এবং রক্তচাপ স্বাভাবিক হলেই তাঁকে কেবিনে নেওয়া হবে।”


শুক্রবার রাতে শুটিংয়ের প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফারহান। ঢাকার বাইরে শুটিংয়ের জন্য কস্টিউম গোছানোর সময় তাঁর রক্তচাপ ৫০/৭০-এ নেমে আসে, যা অত্যন্ত বিপজ্জনক। রাতেই তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

ফারহানের সহশিল্পী জয়নাল জ্যাক জানান, “গতকাল রাতে তিনি সুস্থই ছিলেন। বাসায় বোনের সঙ্গে কথা বলছিলেন এবং পরিচালক রুবেল আনুশের নাটকের শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু হঠাৎ বেহুঁশ হয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, তাপমাত্রা কমে যাওয়ার কারণেই এমনটা ঘটতে পারে।”

ফারহান অভিনীত নতুন নাটক ‘সুইট ফ্যামিলি’ নতুন বছরের শুরুতেই মুক্তি পেয়েছে। নাটকটি মাত্র তিন দিনে ৪০ লাখ দর্শক দেখেছেন এবং এটি ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে রয়েছে। নাটকটি পরিচালনা করেছেন তৌফিকুল ইসলাম। তরুণ প্রজন্মের দর্শকদের কাছে ফারহান ইতোমধ্যেই বেশ জনপ্রিয়। তার অধিকাংশ নাটকই ইউটিউবে ট্রেন্ডিংয়ে জায়গা করে নেয়।

ফারহান অভিনীত নাটকগুলো দর্শকদের মাঝে আলাদা জায়গা করে নিয়েছে। গত বছর ইউটিউবের শীর্ষ ১০ নাটকের মধ্যে ৩টি নাটকে ছিলেন ফারহান। তার অভিনীত কাজগুলো তরুণ প্রজন্মের কাছে বিশেষভাবে সমাদৃত।

অভিনেতা মুশফিক আর ফারহানের সুস্থতার জন্য তার পরিবার, ভক্ত এবং সহকর্মীরা প্রার্থনা করছেন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকার পর আশা করা হচ্ছে, তিনি দ্রুত স্বাভাবিক জীবনে ফিরবেন।