বলিউডে আবারও নেমে এলো বিষাদের ছায়া। জনপ্রিয় অভিনেতা মুকুল দেব আর নেই। বৃহস্পতিবার মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। একাধিক ভাষার চলচ্চিত্র ও টিভি সিরিয়ালে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই অভিনেতার হঠাৎ চলে যাওয়ায় শোকাহত বিনোদন দুনিয়া।
গত কয়েকদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন মুকুল। পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকলেও শেষরক্ষা হয়নি। ‘সন অফ সর্দার’ ছবির সহ-অভিনেতা বিধু দারা সিং নিশ্চিত করেছেন মৃত্যুসংবাদ।
পরিবারের কাছের একাধিক সূত্র জানিয়েছে, বাবা-মায়ের মৃত্যু মুকুলকে গভীরভাবে প্রভাবিত করে। ধীরে ধীরে তিনি নিজেকে সকলের কাছ থেকে গুটিয়ে নেন। বন্ধুদের সঙ্গেও যোগাযোগ কমিয়ে দেন। অভিনেতা বিধু বলেন, “মুকুল এখন আর আমাদের মাঝে নেই, তবে তার স্মৃতি চিরন্তন। এমন একজন মানুষের চলে যাওয়া গভীর শূন্যতা তৈরি করল।”
মুকুল দেব শুধু বলিউডেই নয়, পাঞ্জাবি ও দক্ষিণী চলচ্চিত্র এবং টেলিভিশন ইন্ডাস্ট্রিতেও ছিলেন সমান পরিচিত মুখ। তিনি একাধিক সিরিয়ালে ও সিনেমায় খলচরিত্র ও সহ-চরিত্রে দর্শকের মন জয় করেছিলেন। বিশেষ করে টলিউডের সুপারস্টার জিতের ‘আওয়ারা’ ছবিতে তার চরিত্রটি এখনও স্মরণীয়।
মুকুলের প্রিয় বন্ধু ও সহ-অভিনেত্রী দীপশিখা নাগপাল ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টে লেখেন, “মুকুল কখনও আমাদের কিছু বলত না ওর শরীর নিয়ে। হোয়াটসঅ্যাপ গ্রুপে ওর সঙ্গে সবসময় যোগাযোগ থাকত। কিন্তু আজ সকালে যখন এই খবর পেলাম, যেন একটা ধাক্কা খেলাম। আর কখনও ফোন ধরবে না ও।”