জিপিফাই কী? কিভাবে জিপিফাই ইন্টারনেট ব্যবহার করবেন?

Posted by on in তথ্যপ্রযুক্তি 0
1st Image

জিপিফাই (GPFI) কী?

বাংলাদেশে দ্রুতগতির তারবিহীন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা সর্বপ্রথম চালু করেছে দেশের সবচেয়ে বড় মোবাইল নেটওয়ার্ক অপারেটর গ্রামীণফোন। ফিক্সড ওয়্যারলেস এক্সেস বা এফডব্লিউএ পরিষেবা প্রদান করতে গ্রামীণফোন নিয়ে এসেছে 'জিপিফাই আনলিমিটেড'। এর মাধ্যমে দ্রুতগতির তারবিহীন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পাওয়া যাবে এখন ঘরে বসেই। নিকটতম গ্রামীণফোন টাওয়ারের সঙ্গে তারবিহীনভাবে সংযুক্ত একটি আধুনিক ওয়াইফাই রাউটারের মাধ্যমে উচ্চ-গতি সম্পন্ন এ ইন্টারনেট সেবা দিবে জিপিফাই। বর্তমানে দেশের কিছু নির্দিষ্ট জেলাতে সেবা চালু করেছে জিপিফাই। তবে ব্যবহারকারীরা যাতে দেশের যেকোনো জায়গা থেকে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ উপভোগ করতে পারে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে গ্রামীণফোন।

গ্রামীণফোন জিপিফাই এর মাসিক ওয়াইফাই প্ল্যান (Grameenphone gpfi monthly wifi plan)

জিপিফাই বর্তমানে তিনটি মাসিক আনলিমিটেড প্যাকেজ দিচ্ছে। প্যাকেজ গুলো হলো :

WiFi প্ল্যান দাম
২৫ এমবিপিএস (25 Mbps) ১০০০ টাকা
৩০ এমবিপিএস (30 Mbps) ১৩০০ টাকা
৪০ এমবিপিএস (40 Mbps) ১৯০০ টাকা

gpfi WIFi plan

 

বর্তমানে ১৩০০ টাকা ও ১৯০০ টাকার যথাক্রমে ৩০ ও ৪০ এমবিপিএস প্যাকেজে কোনো FUP (Fair Usage Policy) লিমিট নেই। তবে ১০০০ টাকায় ২৫ এমবিপিএস প্যাকেজে ৫০০ জিবি ব্যবহারের পর  FUP লিমিট রয়েছে। ফেয়ার ইউজ পলিসি বা FUP (Fair Usage Policy) হচ্ছে নির্দিষ্ট পরিমাণ ডাটা ব্যবহারের পর ব্যবহারকারীর ইন্টারনেট ব্রান্ডউইথ লিমিট করে দেওয়া হবে।

নিচে প্যাকেজ অনুযায়ী ফেয়ার ইউজ পলিসি দেওয়া হলো:

WiFi প্ল্যান ডাটা লিমিট FUP ব্রান্ডউইথ
২৫ এমবিপিএস (25 Mbps) ৫০০ জিবি ১০ এমবিপিএস (10 Mbps)

gpfi Fair Usage Policy

 

অর্থাৎ ২৫ এমবিপিএস প্যাকেজে  ৫০০ জিবি ব্যবহারের পরে ১০ এমবিপিএস স্পিড লিমিট থাকবে।

জিপিফাই এর CPE ডিভাইস বা জিপিফাই এর রাউটার (gpfi Router)

জিপিফাই এর বর্তমানে দুইটি CPE ডিভাইস বা রাউটার রয়েছে। ভিন্ন দামের এ দুটি রাউটারে ১০ থেকে সর্বোচ্চ ৩২টি ডিভাইস সংযুক্ত করা যায়।

CPE ডিভাইস
(Router)
দাম
(Price)
ডিভাইস লিমিট
(Device Limit)
ওয়াইফাই রেঞ্জ
(WiFi Range)
জিপিফাই আনলিমিটেড
(gpfi Unlimited)
৪০০০ টাকা সর্বোচ্চ ১০টি সর্বোচ্চ ১৫০০ বর্গফুট
(Upto 1500 Sq. ft.)
জিপিফাই আনলিমিটেড প্রো
(gpfi Unlimited pro)
৭৫০০ টাকা সর্বোচ্চ ৩২টি সর্বোচ্চ ২৫০০ বর্গফুট
(Upto 2500 Sq. ft.)

GPFI Router

 

জিপিফাই ইন্টারনেট ব্যবহার করতে কি আলাদা জিপি সিম লাগে?

হ্যাঁ, জিপিফাই ইন্টারনেট ব্যবহার করতে ব্যবহারকারীকে একটি আলাদা জিপি সিম প্রদান করা হবে যা শুধুমাত্র জিপিফাই ইন্টারনেট হিসেবে ব্যবহার করা যাবে। সিমটিকে অবশ্যই বায়োমেট্রিক ভ্যারিফিকেশন করে রেজিস্ট্রেশন করতে হবে।

কিভাবে জিপিফাই আনলিমিটেড এর সেবা নিবেন?

জিপিফাই আনলিমিটেড সেবা নিতে হলে গ্রাহককে প্রথমে সার্ভিস অ্যাভেইলেবিলিটি চেক করতে হবে। অর্থাৎ গ্রাহকের এলাকায় জিপিফাই সেবা আছে কিনা চেক করতে হবে। এই লিংক এ প্রবেশ করে আপনার এলাকায় জিপিফাই সেবা আছে কিনা চেক করতে পারবেন। জিপিফাই সার্ভিস আপনার এলাকায় পাওয়া গেলে order now বাটনে ক্লিক করে জিপিফাই সার্ভিসের জন্য আবেদন করতে হবে। আবেদন সঠিকভাবে সম্পন্ন হলে, জিপিফাই অর্ডার আইডি সহ একটি মেইল পাঠানো হবে আপনার মেইল অ্যাড্রেসে। পরবর্তীতে ৪৮ ঘন্টার মধ্যে নিকটস্থ কাস্টমার কেয়ার থেকে কল করে অর্ডারটি নিশ্চিত করে গ্রাহকের ঠিকানায় জিপিফাই এর প্রতিনিধিরা গিয়ে নেটওয়ার্ক পরিস্থিতি বুঝে গ্রাহককে জিপিফাই সেবা দেওয়া হবে। অন্যথায় গ্রাহককে জিপিফাই সেবা দেয়া সম্ভব হবে না।