দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

Posted by on in অর্থনীতি 0
1st Image

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের বেড়ে ২১ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, নিট রিজার্ভ দাঁড়িয়েছে ২,১৩৬ কোটি ডলার বা ২১ বিলিয়ন ডলারের ওপরে।

দিনের শুরুতে নিট রিজার্ভ ২,১৩৬ কোটি ডলারে পৌঁছায়, আর গ্রস রিজার্ভ বেড়ে হয় ২,৬২০ কোটি ডলার। এক মাসের ব্যবধানে নিট রিজার্ভ বেড়েছে ২৬২ কোটি ডলার এবং গ্রস রিজার্ভ বেড়েছে ১৭৪ কোটি ডলার।

এর আগে, গত নভেম্বরের প্রথম দিকে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দেনা পরিশোধের কারণে রিজার্ভ নেমে এসেছিল ১,৮৪৪ কোটি ডলারে। কিন্তু রেমিটেন্স এবং রপ্তানি আয় বৃদ্ধির কারণে রিজার্ভ পুনরায় বাড়তে শুরু করে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর, ৫ আগস্ট থেকে দেশে রেমিটেন্স প্রবাহের উল্লম্ফন দেখা যায়। সরকারের শেষ মাস জুলাইয়ে রেমিটেন্স ছিল ১৯১ কোটি ৩৮ লাখ ডলার। আগস্টে এটি বেড়ে দাঁড়ায় ২২২ কোটি ৪২ লাখ ডলারে। সেপ্টেম্বরে রেমিটেন্স আরও বেড়ে ২৪০ কোটি ৪৮ লাখ ডলারে পৌঁছায়। অক্টোবরে তা সামান্য কমে ২৩৯ কোটি ৫১ লাখ ডলারে এবং নভেম্বরে ২২০ কোটি ডলারে নামে। তবে ডিসেম্বরে রেমিটেন্স প্রবাহে নতুন রেকর্ড গড়ে, এ মাসে রেমিটেন্সের পরিমাণ দাঁড়ায় ২৬৪ কোটি ডলার।

ডিসেম্বরে শুধু রেমিটেন্সই নয়, রপ্তানি আয়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে, যা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।