নতুন বছরে ১৬টি সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখলেন সুনীতা

Posted by on in আন্তর্জাতিক 0
1st Image

মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস বর্তমানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) অবস্থান করছেন। নতুন বছরে নতুন এক অভিজ্ঞতা নিয়ে, সেখানে বসেই তিনি এবং তার সহকর্মীরা ১৬টি সূর্যোদয় ও সূর্যাস্ত প্রত্যক্ষ করেছেন।

সুনীতা তার এক্স হ্যান্ডেলে একটি পোস্টে লেখেন, "২০২৪ সাল যেখানে শেষ হচ্ছে, সেখানে এমন অভিজ্ঞতা পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি। পৃথিবীর বাইরে থেকে এমন অনুভূতি ভাগ করে নেওয়া এক অন্যরকম অভিজ্ঞতা।"

সুনীতা এবং তার সহকর্মী বুচ উইলমোর প্রায় আট মাস ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থান করছেন। নির্ধারিত মিশনের সময় পেরিয়ে গেলেও, নানা কারণে তারা এখনো পৃথিবীতে ফিরতে পারেননি। পৃথিবী থেকে প্রায় ৪১৮ কিলোমিটার ওপরে অবস্থিত এই মহাকাশ স্টেশনটি প্রতি ৯০ মিনিটে একবার পৃথিবীর চারপাশে ঘুরে আসে। ফলে মহাকাশচারীরা প্রতিদিন ১৬ বার সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পান।

২০২৩ সালের জুনে মাত্র আট দিনের মিশনের জন্য সুনীতা ও উইলমোর মহাকাশ স্টেশনে গিয়েছিলেন। তবে নাসার সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী, তাদের পৃথিবীতে ফেরা ২০২৫ সালের মার্চের শেষের দিকে বা আরও পরে হতে পারে।

মহাকাশ স্টেশনে থাকা চার সদস্যের ক্রু-১০ মিশনের আসার পর সুনীতা, বুচ, নিক হেগ এবং রুশ মহাকাশচারী আলেকজান্ডার গর্বুনভ পৃথিবীতে ফিরবেন বলে জানানো হয়েছে। মহাকাশে অবস্থানকালে তারা তাদের পরিবার ও বন্ধুদের সঙ্গে বার্তা আদান-প্রদান করছেন।

এমন এক অনিশ্চিত পরিবেশে থেকেও মহাকাশচারীদের অভিজ্ঞতা মানবজাতির জন্য এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করছে।

সূত্র: ইকোনোমিক টাইমস