নতুন বছরে ম্যান সিটির দুর্দান্ত শুরু, পয়েন্ট হারাল চেলসি

Posted by on in খেলা 0
1st Image

টানা ব্যর্থতার পর ম্যানচেস্টার সিটি আবারো জয়ের ধারায় ফিরেছে। লেস্টার সিটিকে ২-০ গোলে হারানোর পর এবার ওয়েস্ট হামের বিপক্ষে ঘরের মাঠ ইতিহাদে ৪-১ ব্যবধানে দারুণ জয় তুলে নিল পেপ গার্দিওলার দল। এই জয়ে বর্তমান চ্যাম্পিয়নরা নতুন বছরটি শুরু করল দুর্দান্তভাবে।

ম্যাচের প্রথমার্ধ: সিটির শক্তিশালী শুরু

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে সিটি। ১০ মিনিটেই সাভিনিওর শট ওয়েস্ট হামের ভ্লাদিমির কাউফলের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়, ফলে এগিয়ে যায় সিটি।

প্রথমার্ধের শেষ দিকে, ৪২ মিনিটে বাঁ প্রান্ত থেকে দুর্দান্ত ক্রস করেন সিটির খেলোয়াড়, যার হেডে সিটির দ্বিতীয় গোলটি করেন আর্লিং হলান্ড। এই গোলটি ছিল ২৬ অক্টোবরের পর ঘরের মাঠে হলান্ডের প্রথম গোল। প্রথমার্ধে ২-০ ব্যবধান নিয়ে বিরতিতে যায় ম্যানচেস্টার সিটি।

দ্বিতীয়ার্ধ: সিটির প্রতিপক্ষকে শেষ করে দেওয়া

বিরতির পর মাত্র তিন মিনিটের মধ্যে সিটি ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয়। ৫৫ মিনিটে হলান্ড তার দ্বিতীয় গোলটি করেন, আর ৫৮ মিনিটে ফিল ফোডেন চতুর্থ গোলটি করে সিটির জয় প্রায় নিশ্চিত করেন।

৭১ মিনিটে ওয়েস্ট হামের হয়ে একমাত্র গোলটি করেন নিকোলাস ফুলক্রুগ। তবে এই গোল শুধু হারের ব্যবধানটাই কমাতে পেরেছে। এই জয়ের মাধ্যমে ম্যানচেস্টার সিটি তাদের ২০ ম্যাচ থেকে ১০ জয়, ৪ ড্র এবং ৬ হার নিয়ে পয়েন্ট তালিকার ৬ নম্বরে অবস্থান করছে।

অন্যদিকে, চেলসি আবারো পয়েন্ট হারিয়েছে। ক্রিস্টাল প্যালেসের মাঠে ১-১ গোলে ড্র করেছে ব্লুজরা। ম্যাচের ১৪ মিনিটে পালমারের গোলে এগিয়ে যায় চেলসি, তবে ৮২ মিনিটে ফিলিপে মাতেতা সেই গোল শোধ করেন।

এই ড্রয়ের ফলে ২০ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে চেলসি।

ম্যানচেস্টার সিটির এই জয়ে দলটি জয়ের ধারায় ফিরেছে এবং তাদের আত্মবিশ্বাস আরও বেড়েছে। এখন দেখার বিষয়, গার্দিওলার দল ধারাবাহিকতা ধরে রাখতে পারে কিনা। অন্যদিকে, চেলসি পয়েন্ট তালিকায় এগিয়ে যেতে হলে তাদের পারফরম্যান্স উন্নত করতে হবে।