দিল্লিতে কথিত অবৈধ বাংলাদেশি শনাক্তে চালু হলো 'বাংলাদেশ সেল'

Posted by on in আন্তর্জাতিক 0
1st Image

ভারতের রাজধানী দিল্লিতে কথিত অবৈধ বাংলাদেশি শনাক্ত করতে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। গত কয়েকদিনে ১৫ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যারা বাংলাদেশি বলে দাবি করা হচ্ছে। এই অভিযান আরও কার্যকর করতে দুই দশক আগে গঠিত 'বাংলাদেশ সেল' পুনরায় চালু করা হয়েছে।

২০০০ সালের দিকে দিল্লি পুলিশ ‘বাংলাদেশ সেল’ গঠন করেছিল, যেখানে বাংলা ভাষায় দক্ষ পুলিশ সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছিল। তাদের দায়িত্ব ছিল বাঙালি অধ্যুষিত এলাকাগুলোতে গিয়ে তথাকথিত অনুপ্রবেশকারীদের বিষয়ে তথ্য সংগ্রহ করা। বর্তমানে সেই সেল আবারও সক্রিয় করা হয়েছে।

গোয়েন্দাদের দাবি, সাম্প্রতিক সময়ে ভারতে বাংলাদেশিদের অনুপ্রবেশ বেড়েছে। দিল্লি পুলিশের এই উদ্যোগ মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে, যেহেতু দিল্লি পুলিশ রাজ্য সরকারের অধীনে নয়।

জানা গেছে, প্রতিটি জেলায় ৫ থেকে ১০ সদস্যের একটি দল গঠন করা হয়েছে। এসব দলে নেতৃত্ব দিচ্ছেন একজন ইন্সপেক্টর বা সাব-ইন্সপেক্টর। এছাড়াও, আসামের বাংলা ভাষাভাষী অফিসারদের এই অভিযানে সহায়তা নেওয়া হচ্ছে।

পুলিশ বিশেষভাবে বাংলা ভাষায় কথা বলা ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা করছে। তবে এই উদ্যোগের সমালোচনাও রয়েছে, কারণ এ ধরনের অভিযান নিয়ে বাঙালি সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।