RobiWifi কী? RobiWifi এর সংযোগ নিতে কী করতে হবে?

Posted by on in তথ্যপ্রযুক্তি 0
1st Image

RobiWifi কী?

RobiWifi হলো রবি আজিয়াটা পিএলসি দ্বারা পরিচালিত ফিক্সড ওয়্যারলেস ব্রডব্যান্ড পরিষেবা, যা আপনার বাড়ি বা অফিসে নিরবচ্ছিন্ন দ্রুত-গতির ইন্টারনেট সরবরাহ করবে কোনো ধরণের তারের সংযোগ ছাড়াই। রবিওয়াইফাই উন্নত ওয়্যারলেস প্রযুক্তি ব্যবহার করে, একটি নিরবচ্ছিন্ন এবং নির্ভরযোগ্য ইন্টারনেট সেবা প্রদান করে। ফিক্সড ওয়্যারলেস এক্সেস বা এফডব্লিউএ পরিষেবা পরিচালিত হবে আপনার নিকটতম রবির টাওয়ারের সাথে তারবিহীনভাবে সংযুক্ত অত্যাধুনিক রাউটার এর সাথে।

RobiWifi এর মাসিক ওয়াইফাই প্ল্যান

Robi Wifi এর বর্তমানে তিনটি আনলিমিটেড ওয়াইফাই প্ল্যান রয়েছে। ওয়াইফাই প্ল্যান তিনটি হলো:

ওয়াইফাই প্ল্যান মেয়াদ দাম
২৫ এমবিপিএস ৩০ দিন ৯৮৮ টাকা
৩০ এমবিপিএস ৩০ দিন ১২৮৮ টাকা
৪০ এমবিপিএস ৩০ দিন ১৭৮৮ টাকা

Robi Wifi Monthly wifi plan

 

উল্লেখিত এই ওয়াইফাই প্ল্যানে ডাউনলোড এবং আপলোডের গতি আপনার এলাকায় পিক বা অফ-পিক আওয়ারের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। এছাড়াও অপব্যবহার রোধ করার জন্য, রবি যেকোনো সময় ভলিউম ইউসেজ ক্যাপ এবং ফেয়ার ইউসেজ পলিসি (FUP) আরোপ করতে পারে।

Robi Wifi বা রবি ওয়াইফাই এর মাসিক ওয়াইফাই প্ল্যান কি চেঞ্জ করা যাবে?

হ্যাঁ, RobiWifi এর মাসিক ওয়াইফাই প্ল্যান চেঞ্জ করা যাবে। সেক্ষেত্রে আপনার বর্তমান প্যাকেজের অটো-রিনিউয়াল বন্ধ হয়ে নতুন প্যাকেজ চালু হবে।

RobiWifi এর CPE ডিভাইস বা রাউটার (Robi Wifi Router)

RobiWifi বর্তমানে ৩টি CPE (Customer premises equipment) ডিভাইস বা রাউটার রয়েছে। ভিন্ন দামের এই রাউটারগুলোতে ৩২ থেকে সর্বোচ্চ ১২৮ টি ডিভাইস কানেক্ট করা যাবে। CPE ডিভাইস তিনটি হলো :

 

Robi Wifi বেসিক (RobiWifi Basic)

ডিভাইস লিমিট ৩২ টি
ওয়াইফাই রেঞ্জ সর্বোচ্চ ২৫০০ বর্গফুট
ওয়াইফাই স্পিড সর্বোচ্চ ১৫০ এমবিপিএস
ব্যাটারী ব্যাকআপ ৩ ঘন্টা
ওয়াইফাই ব্যান্ড ২.৪ GHz
দাম ৩৯৯৯ টাকা

 

Robi Wifi প্লাস (RobiWifi Plus)

ডিভাইস লিমিট ৩২ টি
ওয়াইফাই রেঞ্জ সর্বোচ্চ ৩০০০ বর্গফুট
ওয়াইফাই স্পিড সর্বোচ্চ ৩০০ এমবিপিএস
ব্যাটারী ব্যাকআপ ৩ ঘন্টা
ওয়াইফাই ব্যান্ড ২.৪ GHz এবং ৫ GHz
দাম ৬৯৯৯টাকা

 

Robi Wifi প্রো (RobiWifi Pro)

ডিভাইস লিমিট ১২৮ টি
ওয়াইফাই রেঞ্জ সর্বোচ্চ ৩০০০ বর্গফুট
ওয়াইফাই স্পিড সর্বোচ্চ ৪০০ এমবিপিএস
ওয়াইফাই ব্যান্ড ২.৪ GHz এবং ৫ GHz
দাম ১২৯৯৯টাকা

 

 

RobiWifi ব্যবহারের জন্য কি আলাদা রবি সিম লাগে?

হ্যাঁ, RobiWifi ব্যবহারের জন্য আলাদা সিম ব্যবহার করতে হবে, যা ব্যবহারকারীকে প্রদান করা হবে। সিমটি শুধুমাত্র Robi Wifi এর জন্য ব্যবহার করা যাবে এবং বায়োমেট্রিক ভেরিফিকেশনের মাধ্যমেই প্রদান করা হবে।

RobiWifi ডিভাইসের লোকেশন কি পরিবর্তন করা যাবে ?

FWA পরিষেবা নিশ্চিত করতে আপনাকে Robi Wifi ডিভাইসের অবস্থান পরিবর্তন না করার জন্য অনুরোধ করা হচ্ছে। আপনি যদি আপনার বাড়ি/অফিসের অবস্থান পরিবর্তন করেন, সেক্ষেত্রে অবস্থান পরিবর্তনের বিষয়ে জানাতে অনুগ্রহ করে হটলাইনে (+8801899999999) যোগাযোগ করুন, যাতে Robi Wifi এর প্রতিনিধি দল আপনার নতুন অবস্থানে গিয়ে FWA ফিজিবিলিটি সার্ভে সম্পন্ন করতে পারে।

RobiWifi এর সংযোগ নিতে কী করতে হবে?

রবি বা অন্য যেকোনো অপারেটরের গ্রাহকরা Robi Wifi সংযোগ নিতে পারবেন। রবি ওয়াইফাই এর সংযোগ নিতে গ্রাহককে প্রথমে সার্ভিস অ্যাভেইলেবিলিটি চেক করতে হবে। অর্থাৎ গ্রাহকের এলাকায় RobiWifi সেবা আছে কিনা চেক করতে হবে। এই লিংক এ প্রবেশ করে আপনার এলাকায় RobiWifi সেবা আছে কিনা চেক করতে পারবেন। আপনার এলাকায় Robi Wifi চালু থাকলে পরবর্তী ধাপে আপনার মোবাইল নম্বর (যেকোনো অপারেটর) দিয়ে ভেরিফাই করুন। পরবর্তীতে ক্রমান্বয়ে ডিভাইস সিলেকশন, প্ল্যান সিলেকশন, শিপিং এড্রেস যথাযথভাবে দিয়ে আবেদন করুন। সফলভাবে আবেদন সম্পন্ন করলে আপনাকে একটি ট্র্যাকিং আইডি দেয়া হবে। RobiWifi থেকে একজন কল করে আপনার অর্ডারটি কনফার্ম করবে। পরবর্তীতে RobiWifi এর প্রতিনিধিরা আপনার লোকেশনে গিয়ে নেটওয়ার্ক পরিস্থিতি বুঝে আপনাকে Robi Wifi সেবা প্রদান করা হবে।