বর্তমানে ইন্টারনেট সেবা সহজ এবং সাশ্রয়ী করার লক্ষ্যে বাংলাদেশের সকল মোবাইল ফোন অপারেটররা কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশের সকল অপারেটররা আনলিমিটেড ডাটা ও আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট সেবা চালু করেছে। বর্তমানে গ্রামীণফোন, রবি ও এয়ারটেলে 'আনলিমিটেড ডাটা' ও 'আনলিমিটেড মেয়াদ' এই দুই ধরণের আনলিমিটেড ইন্টারনেট সেবা চালু আছে। বাংলালিংক ও টেলিটকের শুধুমাত্র আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাক রয়েছে। তবে এসকল আনলিমিটেড ইন্টারনেট প্যাকের নির্দিষ্ট শর্তাবলী রয়েছে। মূলত নির্দিষ্ট সময়ের মধ্যে আনলিমিটেড ডাটা প্যাকগুলো পরিচালিত হবে। আর আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাকগুলোর ইন্টারনেটের মেয়াদ অপারেটর ভেদে ১০ বছর+ থাকবে। আজকের এই আর্টিকেলের মাধ্যমে সকল সিমের আনলিমিটেড ডাটা ও আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাক সম্পর্কে আলোচনা করা হবে। পাশাপাশি এসকল প্যাকের মধ্যে কোন অপারেটর সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট সেবা দিচ্ছে তা নিয়ে আলোচনা করা হবে।
গ্রামীণফোন
গ্রামীণফোন- এ বর্তমানে 'আনলিমিটেড ডাটা' ও 'আনলিমিটেড মেয়াদ' এই দুই ধরণের আনলিমিটেড ইন্টারনেট সেবা বিদ্যমান আছে। বর্তমানে গ্রামীণফোনের ৩টি আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাক রয়েছে। এবং আনলিমিটেড ডাটা বা লিমিটলেস ইন্টারনেট প্যাক রয়েছে ১, ৭ ও ৩০ দিনের।
গ্রামীণফোন ওয়াইফাই (জিপিফাই) সম্পর্কে জানুন এখানে
গ্রামীণফোনের আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাক
গ্রামীণফোনের বর্তমানে তিনটি আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাক রয়েছে। প্যাকেজগুলোর মেয়াদ আনলিমিটেড বলা হলেও এগুলোর মেয়াদ ১০ মার্চ, ২০৩৯ পর্যন্ত। গ্রামীণফোনের আনলিমিটেড মেয়াদের ৩টি ইন্টারনেট প্যাক-
ডাটা ভলিউম | দাম | যেভাবে কিনবেন |
---|---|---|
২৫ জিবি | ১০৪৯ টাকা | *121*3317# কোড ডায়াল করে অথবা ১০৪৯ টাকা রিচার্জে |
৫০ জিবি | ১৬৪৯ টাকা | *121*3318# কোড ডায়াল করে অথবা ১৬৪৯ টাকা রিচার্জে |
৭৫ জিবি | ২১৪৯ টাকা | *121*3319# কোড ডায়াল করে অথবা ২১৪৯ টাকা রিচার্জে |
নোট: My GP অ্যাপ ব্যবহার করে এসকল প্যাকগুলো কিনতে পারবেন।
গ্রামীণফোনের আনলিমিটেড ডাটা বা লিমিটলেস ইন্টারনেট প্যাক
বর্তমানে গ্রামীণফোনের ১, ৭ ও ৩০ দিনের আনলিমিটেড ইন্টারনেট প্যাক রয়েছে।
গ্রামীণফোনের লিমিটলেস ইন্টারনেট প্যাকগুলো হলো-
মেয়াদ | ব্রান্ডউইথ | দাম | যেভাবে কিনবেন |
---|---|---|---|
১ দিন | ১৫ Mbps | ৯৬ টাকা | *121*3096# কোড ডায়াল করে অথবা ৯৬ টাকা রিচার্জে |
৭ দিন | ১০ Mbps | ২৬৯ টাকা | *121*3298# কোড ডায়াল করে অথবা ২৬৯ টাকা রিচার্জে |
৩০ দিন | ২ Mbps | ৫৪৯ টাকা | *121*3945# কোড ডায়াল করে অথবা ৫৪৯ টাকা রিচার্জে |
৩০ দিন | ৫ Mbps | ৭৪৯ টাকা | *121*3228# কোড ডায়াল করে অথবা ৭৪৯ টাকা রিচার্জে |
৩০ দিন | ১০ Mbps | ৮৯৯ টাকা | *121*3888# কোড ডায়াল করে অথবা ৮৯৯ টাকা রিচার্জে |
৩০ দিন | ১৫ Mbps | ৯৯৮ টাকা | *121*3999# কোড ডায়াল করে অথবা ৯৯৮ টাকা রিচার্জে |
নোট: My GP অ্যাপ ব্যবহার করে এসকল প্যাকগুলো কিনতে পারবেন।
বাংলালিংক
বর্তমানে বাংলালিংক- এ শুধুমাত্র আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাক বিদ্যমান রয়েছে।
বাংলালিংক ওয়াইফাই সম্পর্কে জানুন এখানে
বাংলালিংক সিমের আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাক
বর্তমানে বাংলালিংক সিমের তিনটি আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাক রয়েছে। ইন্টারনেট প্যাকগুলো হলো-
ডাটা ভলিউম | দাম | যেভাবে কিনবেন |
---|---|---|
২৫ জিবি | ৮৪৯ টাকা | *121*849# কোড ডায়াল করে অথবা ৮৪৯ টাকা রিচার্জ করে |
৫০ জিবি | ১২৯৯ টাকা | *121*1299# কোড ডায়াল করে অথবা ১২৯৯ টাকা রিচার্জ করে |
৭৫ জিবি | ১৫৯৯ টাকা | *121*1579# কোড ডায়াল করে অথবা ১৫৯৯ টাকা রিচার্জ করে |
নোট: My BL অ্যাপ ব্যবহার করে এসকল প্যাকগুলো কিনতে পারবেন।
বাংলালিংক এর আনলিমিটেড ইন্টারনেট ডাটা বা লিমিটলেস ইন্টারনেট প্যাক
বর্তমানে বাংলালিংক এর ১, ৭ ও ৩০ দিনের আনলিমিটেড ইন্টারনেট প্যাক রয়েছে।
বাংলালিংক এর লিমিটলেস ইন্টারনেট প্যাকগুলো হলো-
মেয়াদ | ব্রান্ডউইথ | দাম | যেভাবে কিনবেন |
---|---|---|---|
১ দিন | স্পিড লিমিট নেই | ৯৬ টাকা | *121*3001# কোড ডায়াল করে অথবা ৯৬ টাকা রিচার্জে |
৭ দিন | স্পিড লিমিট নেই | ২৬৯ টাকা | *121*3002# কোড ডায়াল করে অথবা ২৬৯ টাকা রিচার্জে |
৩০ দিন | স্পিড লিমিট নেই | ৮৯৯ টাকা | *121*3003# কোড ডায়াল করে অথবা ৮৯৯ টাকা রিচার্জে |
নোট: My BL অ্যাপ ব্যবহার করে এসকল প্যাকগুলো কিনতে পারবেন।
রবি
বর্তমানে রবিতে 'আনলিমিটেড ডাটা' ও 'আনলিমিটেড মেয়াদ' এই দুই ধরণের আনলিমিটেড ইন্টারনেট সেবা বিদ্যমান আছে। বর্তমানে আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাক রয়েছে তিনটি এবং আনলিমিটেড ডাটা প্যাক রয়েছে তিনটি।
রবি ওয়াইফাই (Robi WiFi) সম্পর্কে জানুন এখানে
রবি তে আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাক
রবি তে তিনটি আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাক রয়েছে। প্যাকগুলো হলো:
ডাটা ভলিউম | দাম | যেভাবে কিনবেন |
---|---|---|
২৫ জিবি | ৮৪৮ টাকা | *4*848# কোড ডায়াল করে অথবা ৮৪৮ টাকা রিচার্জে |
৫০ জিবি | ১২৯৮ টাকা | *4*1298# কোড ডায়াল করে অথবা ১২৯৮ টাকা রিচার্জে |
৭৫ জিবি | ১৫৯৮ টাকা | *4*1598# কোড ডায়াল করে অথবা ১৫৯৮ টাকা রিচার্জে |
নোট: My Robi অ্যাপ ব্যবহার করে এসকল প্যাকগুলো কিনতে পারবেন।
রবি তে আনলিমিটেড ডাটা বা ফ্রীডম আনলিমিটেড ইন্টারনেট প্যাক
বর্তমানে রবিতে ১, ৭ ও ৩০ দিন মেয়াদের আনলিমিটেড ডাটার ইন্টারনেট সেবা চালু আছে। আনলিমিটেড ডাটা বা ফ্রীডম আনলিমিটেড ইন্টারনেট প্যাকগুলো হলো-
মেয়াদ | ব্রান্ডউইথ | দাম | যেভাবে কিনবেন |
---|---|---|---|
১ দিন | স্পিড লিমিট নেই | ৯৭ টাকা |
*4*97# কোড ডায়াল করে |
৭ দিন | স্পিড লিমিট নেই | ২৯৭ টাকা |
*4*297# কোড ডায়াল করে অথবা ২৯৭ টাকা রিচার্জে
|
৩০ দিন | স্পিড লিমিট নেই | ৯৯৭ টাকা |
*4*997# কোড ডায়াল করে অথবা ৯৯৭ টাকা রিচার্জে
|
নোট: My Robi অ্যাপ ব্যবহার করে এসকল প্যাকগুলো কিনতে পারবেন।
এয়ারটেল
এয়ারটেলে বর্তমানে 'আনলিমিটেড ডাটা' ও 'আনলিমিটেড মেয়াদ' এই দুই ধরণের আনলিমিটেড ইন্টারনেট সেবা বিদ্যমান আছে। বর্তমানে এয়ারটেলে ৩টি আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাক রয়েছে। পাশাপাশি ১, ৭ ও ৩০ দিনের আনলিমিটেড ডাটার ইন্টারনেট প্যাক রয়েছে।
এয়ারটেলের আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাক
বর্তমানে এয়ারটেলে তিনটি আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাক রয়েছে। ইন্টারনেট প্যাকগুলো হলো -
ডাটা ভলিউম | দাম | যেভাবে কিনবেন |
---|---|---|
২৫ জিবি | ৮৪৮ টাকা | *121*848# কোড ডায়াল করে অথবা ৮৪৮ টাকা রিচার্জে |
৫০ জিবি | ১২৯৮ টাকা | *121*1298# কোড ডায়াল করে অথবা ১২৯৮ টাকা রিচার্জে |
৭৫ জিবি | ১৫৯৮ টাকা | *121*1598# কোড ডায়াল করে অথবা ১৫৯৮ টাকা রিচার্জে |
নোট: My Airtel অ্যাপ ব্যবহার করে এসকল প্যাকগুলো কিনতে পারবেন।
এয়ারটেলের আনলিমিটেড ডাটার ইন্টারনেট প্যাক
এয়ারটেলে ১, ৭ ও ৩০ দিন মেয়াদের আনলিমিটেড ডাটার ইন্টারনেট প্যাক রয়েছে। প্যাকগুলো হলো-
মেয়াদ | ব্রান্ডউইথ | দাম | যেভাবে কিনবেন |
---|---|---|---|
১ দিন | স্পিড লিমিট নেই | ৮৮ টাকা | ৮৮ টাকা রিচার্জে |
৭ দিন | স্পিড লিমিট নেই | ২৬৯ টাকা | ২৬৯ টাকা রিচার্জে |
৩০ দিন | স্পিড লিমিট নেই | ৯৪৯ টাকা | ৯৪৯ টাকা রিচার্জে |
নোট: My Airtel অ্যাপ ব্যবহার করে এসকল প্যাকগুলো কিনতে পারবেন।
টেলিটক
টেলিটকে বর্তমানে শুধুমাত্র আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাক বিদ্যমান রয়েছে। সবচেয়ে কম দামে আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাক দিয়ে থাকে টেলিটক।
টেলিটকের আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাক
টেলিটকের বর্তমানে তিনটি আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাক রয়েছে। প্যাকগুলো হলো-
ডাটা ভলিউম | দাম | যেভাবে কিনবেন |
---|---|---|
২৫ জিবি | ২৭১ টাকা | *111*309# কোড ডায়াল করে অথবা ২৭১ টাকা রিচার্জে |
৫০ জিবি | ৫৬৩ টাকা | *111*599# কোড ডায়াল করে অথবা ৫৬৩ টাকা রিচার্জে |
৭৫ জিবি | ৭৫১ টাকা | *111*799# কোড ডায়াল করে অথবা ৭৫১ টাকা রিচার্জে |
নোট: My Teletalk অ্যাপ ব্যবহার করে এসকল প্যাকগুলো কিনতে পারবেন।
সকল সিমে আনলিমিটেড মেয়াদের ইন্টারনেটের মধ্যে তুলনা
বাংলাদেশের মোবাইল ফোন অপারেটরদের মধ্যে টেলিটক সবচেয়ে সাশ্রয়ী দামে আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাক দিয়ে থাকে। নিচে অপারেটর ভেদে ২৫, ৫০ ও ৭৫ জিবি আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাকের দাম দেয়া হলো -
অপারেটর | আনলিমিটেড মেয়াদের প্যাকের দাম | ||
---|---|---|---|
২৫ জিবি | ৫০ জিবি | ৭৫ জিবি | |
টেলিটক | ২৭১ টাকা | ৫৬৩ টাকা | ৭৫১ টাকা |
এয়ারটেল | ৮৪৮ টাকা | ১২৯৮ টাকা | ১৫৯৮ টাকা |
রবি | ৮৪৮ টাকা | ১২৯৮ টাকা | ১৫৯৮ টাকা |
বাংলালিংক | ৮৪৯ টাকা | ১২৯৯ টাকা | ১৫৯৯ টাকা |
গ্রামীণফোন | ১০৪৯ টাকা | ১৬৪৯ টাকা | ২১৪৯ টাকা |
অর্থাৎ অপারেটর ভেদে ২৫ জিবি আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাকে ১ জিবি ইন্টারনেটের গড় দাম
টেলিটক | ১০.৮৪ টাকা |
এয়ারটেল | ৩৩.৯২ টাকা |
রবি | ৩৩.৯২ টাকা |
বাংলালিংক | ৩৩.৯৬ টাকা |
গ্রামীণফোন | ৪১.৯৬ টাকা |
অপারেটর ভেদে ৫০ জিবি আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাকে ১ জিবি ইন্টারনেটের গড় দাম
টেলিটক | ১১.২৬ টাকা |
এয়ারটেল | ২৫.৯৬ টাকা |
রবি | ২৫.৯৬ টাকা |
বাংলালিংক | ২৫.৯৮টাকা |
গ্রামীণফোন | ৩২.৯৮ টাকা |
অপারেটর ভেদে ৭৫ জিবি আনলিমিটেড মেয়াদের ইন্টারনেট প্যাকে ১ জিবি ইন্টারনেটের গড় দাম
টেলিটক | ১০.০১ টাকা |
এয়ারটেল | ২১.৩১ টাকা |
রবি | ২১.৩১ টাকা |
বাংলালিংক | ২১.৩২ টাকা |
গ্রামীণফোন | ২৮.৬৫ টাকা |