Home বিনোদন নানা আলোচনার মাঝে মুখ খুললেন সাইফ আলী খান

নানা আলোচনার মাঝে মুখ খুললেন সাইফ আলী খান

Posted by on in বিনোদন 0
1st Image

বলিউড অভিনেতা সাইফ আলী খান গত ১৬ জানুয়ারি রাতে নিজের বাড়িতে হামলার শিকার হন। এই ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। হামলার পর থেকে বিষয়টি নিয়ে নানা মন্তব্য উঠছে। সাইফ হামলার ঘটনার কয়েকটি দিক সম্পর্কে একাধিকবার বক্তব্য দিয়েছেন, কিন্তু এক সময়ে এক ধরনের কথা বলে, পরের সময়ে আবার ভিন্ন মন্তব্য করেছেন। সমালোচনা আর আলোচনা ঘিরে এবার মুখ খুললেন সাইফ। হামলার রাতে বাড়ির নিরাপত্তা যথাযথ ছিল না, এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন তিনি। সাইফ বলেন, "আমি নিরাপত্তা নিয়ে চিন্তিত নই এবং আমাকে ঘিরে কোনো সুরক্ষারক্ষী রাখার প্রয়োজন মনে করি না। আমি চুপচাপ একা থাকতেই ভালোবাসি। আমি মনে করি, আমার পরিবার বা আমি কখনও বিপদে পড়ব না। এটা একটি দুর্ঘটনা ছিল।" তবে ঘটনার পর, সাইফের বাড়িতে সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তার বাসায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, বারান্দায় লোহার গ্রিল লাগানো হয়েছে এবং প্রবেশদ্বারে বায়োমেট্রিক সিস্টেম স্থাপন করা হয়েছে। এছাড়াও, তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য নিরাপত্তা এজেন্সি নিয়োগ করা হয়েছে।