ভারতীয় পণ্যের তথ্য সংগ্রহে যুক্তরাষ্ট্র, রপ্তানিতে নামলো ধস

Posted by on in আন্তর্জাতিক 0
1st Image

ভারতীয় পণ্যেতে উচ্চ মাত্রায় ক্যান্সার সৃষ্টিকারী কীটনাশক থাকার অভিযোগের পর হংকং এবং সিঙ্গাপুরে তা নিষেধাজ্ঞার পরে। এই ঘটনায় মানুষের মনে আশঙ্কা তৈরি করলে জানা যায় মার্কিন খাদ্য নিয়ন্ত্রক সংস্থা এফডিএ পণ্যগুলোর তথ্য সংগ্রহের কাজ শুরু করে।

এদিকে সিঙ্গাপুর, এভারেস্ট কোম্পানির মাছের মসলায় অতিরিক্ত ইথিলিন অক্সাইড যা এক প্রকার কীটনাশক এবং মানুষের জন্য অনুপযুক্ত বিষয়টি এমডিএইচ এবং এভারেস্ট কর্তৃপক্ষকে তাদের মন্তব্য জানানোর আবেদন করলেও তারা রয়টার্সকে তৎক্ষণাৎ কোন প্রতিক্রিয়া জানায়নি।

তবে সংবাদ সংস্থা রয়টার্স’র প্রতিবেদনে গত শনিবার ২৭ এপ্রিল বলা হয়, ভারতীয় পণ্যের বিষয়ে হংকংয়ের প্রকাশিত রিপোর্টটির বিষয়ে সচেতন যুক্তরাষ্ট্র। এ বিষয়ে এফডিএ’র এক মুখপাত্র গত শুক্রবার জানান, এমন পরিস্থিতিতে পণ্যগুলো নিয়ে আরও তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে এফডিএ।

জানা যায়, হংকং চলতি মাসে ভারতীয় কোম্পানি এমডিএইচ’র তিনটি মাছের মিশ্রণের মসলা এবং এভারেস্ট’র মসলা বিক্রির বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে এবং সিঙ্গাপুর এভারেস্ট কোম্পানির মাছের মসলা বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে।

জানা যায়, এমডিএইচ এবং এভারেস্ট’র মসলা জাতীয় পণ্যগুলো  ইউরোপ, এশিয়া এবং উত্তর আমেরিকায়ও এর প্রভাব থাকলেও বর্তমানে এই খবর ছড়িয়ে যাবার পর তাতে ধস নেমেছে।

এদিকে ভারতের  খাদ্য নিয়ন্ত্রক সংস্থাও এফএসএসএআই এমডিএইচ এবং এভারেস্ট কোম্পানি দু’টির পণ্যের কোয়ালিটি যাচাই শুরু করেছে বলে জানিয়েছে।