ঘূর্ণিঝড়ে স্কুল বন্ধ থাকা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

Posted by on in বাংলাদেশ 0
1st Image

আজ রোববার (২৬ মে) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে একটি কর্মশালা শেষে শিক্ষামন্ত্রী দুর্যোগকালীন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা বা বন্ধ রাখার বিষয়ে সাংবাদিকদের বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা বা বন্ধের বিষয়টি স্ব স্ব জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি দেখবে।

তিনি আরও বলেন, দুর্যোগপ্রবণ এলাকায় যেসব অবকাঠামো আছে, তা ব্যবহারের সিদ্ধান্ত জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি নিবেন। অনেক সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সেখানে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। তাই দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী অবস্থায় সে প্রতিষ্ঠানগুলোতে পাঠদান কার্যক্রম জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নির্দেশনা অনুযায়ীই হবে।

এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান বলেন, উপকূলীয় অঞ্চলে আপাতত স্কুল খোলা থাকবে তবে ক্লাস বন্ধ থাকবে। শিক্ষামন্ত্রী আরও বলেন, এসডিজি-৪ এর লক্ষ্য শতভাগ শিক্ষার্থীকে মাধ্যমিক পর্যায়ে নিয়ে আসা ও ভবনের নির্মাণ, ক্লাসরুমের ডিজাইন, ফার্নিচারের ডিজাইনে পরিবর্তন আনাও একই সঙ্গে প্রাসঙ্গিক। তাছাড়া শিক্ষার্থীদের মাঠমূখীকরণ, চিন্তার পরিবর্তন এবং তাদের মনোজাগতিক পরিবর্তনের বিষয়েও বক্তব্য রাখেন তিনি। ‍

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদার ও সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান।