বিপিএল এ প্রথমবার শিরোপা জয় বরিশালের
২০২২ সালের বিপিএলের অষ্টম আসরে ফাইনালে কুমিল্লার কাছে বরিশাল এক রানে হেরে শিরোপা হাতছাড়া হয়। শিরোপার এতো কাছাকাছি এসেও না পাওয়ার বেদনা এবার ঘুচেছে। আজ শুক্রবার (১লা মার্চ ) বিপিএল এর দশম আসরের ফাইনালে মুখোমুখি হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ফরচুন বরিশাল। কুমিল্লাকে ৬ উইকেটে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল। এর আগে বিপিএলে ৩ বার ফাইনাল খেলেছে ফরচুন বরিশাল। দলের মতোই প্রথমবার শিরোপা জয়ের স্বাদ পেলেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজও।
মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে ফাইনালে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন।
১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করেন দুই ওপেনার তামিম ইকবাল ও মেহেদি হাসান মিরাজ। অধিনায়ক তামিম ইকবাল ২৬ বলে ৩৯ রানের দারুণ এক ইনিংস খেলেন। এছাড়া ৩০ বলে ৪৬ রান আসে কাইল মেয়ার্সের ব্যাট থেকে। ১ ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। ম্যাচ সেরা হন কাইল মেয়ার্স।