ভারতীয় সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ) বাংলাদেশ-ভারত সীমান্তে ১০ দিনের 'অপস অ্যালার্ট' মহড়া শুরু করেছে। সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে সম্প্রতি ঢাকা-দিল্লির মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে ২২ জানুয়ারি শুরু হওয়া এই মহড়া চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। ভারতীয় রাষ্ট্রীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে সীমান্ত নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিএসএফের প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ-ভারত সীমান্তের ৪ হাজার ৯৬ কিলোমিটারজুড়ে সব ফিল্ড ফর্মেশনে এই সতর্কতামূলক মহড়া চলছে। এতে সীমান্ত ফাঁড়িগুলোকে আরও শক্তিশালী করা হচ্ছে এবং টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। বিশেষত কাঁটাতারের বেড়া না থাকা ও নদী সীমান্তের এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
বিএসএফের অতিরিক্ত মহাপরিচালক (পূর্বাঞ্চল) রবি গান্ধী দক্ষিণবঙ্গ সীমান্ত এলাকা পরিদর্শন করেন এবং ফিল্ড ফর্মেশনগুলোকে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেন। একইসঙ্গে সীমান্তে দিন-রাতের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
উল্লেখ্য, ২৬ জানুয়ারি ভারত ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করবে। ১৯৫০ সালে এই দিনে ভারত সংবিধান কার্যকর করে সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়। প্রতি বছর দিনটি ব্যাপক আয়োজনে উদযাপিত হয়।