ভারত-বাংলাদেশ তিন সীমান্তে বিএসএফকে প্রতিরোধ
সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্তে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও লালমনিরহাটে উত্তেজনা তৈরি হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) -এর শূন্যরেখা লঙ্ঘনের অভিযোগ ঘিরে এই উত্তেজনা সৃষ্টি হয়।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় রাতের আঁধারে সীমান্তের শূন্যরেখায় বৈদ্যুতিক খুঁটি ও যন্ত্র স্থাপন করে বিএসএফ। বিজিবির রংপুর ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মুহাম্মদ মুসাহিদ মাসুম জানান, এ ঘটনায় বিজিবি দ্রুত পদক্ষেপ নেয় এবং বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানায়।
বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত বৈঠকে বিজিবি স্পষ্ট জানায় যে, আন্তর্জাতিক সীমান্ত আইন ও চুক্তি অনুযায়ী শূন্যরেখায় কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। বিজিবির আহ্বানে সাড়া দিয়ে বিএসএফ বৈদ্যুতিক খুঁটি ও যন্ত্র সরিয়ে নেয়।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিএসএফ সীমান্ত ঘেঁষে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়।
সোমবার: বিএসএফ কাজ শুরু করলে বিজিবি বাধা দেয়।
মঙ্গলবার: আবারও বিএসএফ বেড়া নির্মাণের চেষ্টা চালায়, বিজিবি বাধা দেয়।
বুধবার: পতাকা বৈঠকের পর বিএসএফ কাজ বন্ধ করে।
নওগাঁর ধামইরহাটের বস্তাবর সীমান্তেও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালায় বিএসএফ।
নওগাঁ-১৪ বিজিবির অধিনায়ক কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন জানান: "সীমান্ত পিলার থেকে ১৫০ গজের মধ্যে কোনো স্থায়ী স্থাপনা বা বেড়া নির্মাণ আইনত নিষিদ্ধ। বিজিবির বাধার মুখে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে ফিরে যায়।"
সীমান্তে এই ধরনের উত্তেজনা দুই দেশের জন্যই অনাকাঙ্ক্ষিত। আন্তর্জাতিক সীমান্ত আইন মেনে চলা এবং পারস্পরিক সমঝোতা বজায় রাখার মাধ্যমে এই ধরনের সমস্যা সমাধান সম্ভব।