Home খেলা ফুটবল ব্রুনো ফার্নান্দেজের জাদুতে ম্যানইউর নাটকীয় জয়

ব্রুনো ফার্নান্দেজের জাদুতে ম্যানইউর নাটকীয় জয়

Posted by on in খেলা 0
1st Image

জয়ের স্বপ্ন দেখে এগোতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড শেষ দিকে ড্রয়ের শঙ্কায় পড়লেও তা কাটিয়ে অবিশ্বাস্য জয় তুলে নেয়। ওল্ড ট্রাফোর্ডে রেঞ্জার্সের বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে ব্রুনো ফার্নান্দেজ হয়ে ওঠেন ত্রাতা। তাঁর অসাধারণ গোলে ইংলিশ জায়ান্টরা ২-১ ব্যবধানে নাটকীয় জয় তুলে নেয়।

এই জয়ের ফলে ইউরোপা লিগের নকআউট পর্বের আরও কাছে পৌঁছে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সাত ম্যাচে ৪ জয় এবং ৩ ড্রয়ে তাদের সংগ্রহ ১৫ পয়েন্ট। টুর্নামেন্টের লিগ ফেজের পয়েন্ট তালিকায় এখন তারা চতুর্থ স্থানে রয়েছে। শেষ ষোলোর টিকিট নিশ্চিত না হলেও নকআউট পর্বের প্লে-অফে জায়গা নিশ্চিত করেছে কোচ রুবেন আমোরিমের দল।

প্রথমার্ধে ম্যানইউ আধিপত্য দেখালেও ভাগ্য তাদের পক্ষে ছিল না। ম্যাচের শুরুতে কর্নার থেকে ম্যাথিয়াস ডি লিটের হেডে বল রেঞ্জার্সের জালে জড়ালেও লেনি ইয়োরোর বাজে ফাউলের কারণে গোলটি বাতিল করেন রেফারি। ফলে স্বাগতিকদের লিড নেওয়ার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি।

বিরতির পর ম্যাচে উত্তেজনা বাড়ে। ক্রিস্টিয়ান এরিকসেনের কর্নার থেকে আসা একটি বলে রেঞ্জার্সের গোলরক্ষক জ্যাক বাটল্যান্ড ভুলে বল নিজেদের জালে পাঠিয়ে দেন। এতে ইউনাইটেড ১-০ ব্যবধানে লিড নেয়। তবে ৯০ মিনিটের শেষ হওয়ার দুই মিনিট আগে বদলি ফুটবলার সিরিল ডেসার্সের গোলে রেঞ্জার্স সমতা ফেরায়।

ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে আসে ম্যাচের সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্ত। ব্রুনো ফার্নান্দেজ দারুণ এক গোল করে ম্যানইউকে জয়ের স্বাদ এনে দেন। তাঁর এই গোলেই স্বাগতিকরা মাঠ ছাড়ে জয়ের হাসি নিয়ে। ম্যানচেস্টার ইউনাইটেডের এই জয় শুধু ইউরোপা লিগের নকআউট পর্বে জায়গা পাওয়ার সম্ভাবনা বাড়ায়নি, বরং দলটির মানসিক শক্তিও আরও বৃদ্ধি করেছে। ফুটবলপ্রেমীদের কাছে এ ম্যাচ দীর্ঘদিন মনে থাকার মতোই একটি মুহূর্ত তৈরি করেছে।