বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) পুঁজিবাজারের তাত্ত্বিক ও প্রায়োগিক জ্ঞান প্রসারের লক্ষ্যে নির্বাহী প্রেসিডেন্ট পদে কর্মকর্তা নিয়োগের জন্য পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে মোট ১টি পদে সরাসরি/প্রেষণে/চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি, ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে আবেদন করতে হবে।
পদ: নির্বাহী প্রেসিডেন্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা:
- শিক্ষাগত যোগ্যতা: সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স, হিসাববিজ্ঞান, ব্যাংকিং, ব্যবস্থাপনা বা সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
- অতিরিক্ত যোগ্যতা:
- পিএইচডি
- চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (FCA)
- কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (FCMA)
- চার্টার্ড ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট (CFA)
- অভিজ্ঞতা: কমপক্ষে ২০ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।
- বিশেষ দক্ষতা:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে উচ্চতর দক্ষতা
- পুঁজিবাজার ও বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে গভীর জ্ঞান
- ইংরেজিতে অসাধারণ বাচনিক ও লিখিত দক্ষতা
বয়স: ৫৫ বছরের মধ্যে (প্রার্থীদের বয়স অবশ্যই ৫৫ বছরের কম হতে হবে)
চাকরির ধরন:
- সরাসরি নিয়োগের ক্ষেত্রে শিক্ষানবিশ মেয়াদ থাকবে ২ বছর।
- চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ থাকবে ৩ বছর, তবে কাজের মূল্যায়নের ভিত্তিতে পরবর্তীতে মেয়াদ বাড়ানো যেতে পারে।
বেতন:
প্রারম্ভিক মাসিক মূল বেতন ১,৭৫,০০০ টাকা।
সুযোগ-সুবিধা:
- বছরে দুটি উৎসব ভাতা (মূল বেতনের সমপরিমাণ)
- নিয়মানুযায়ী বৈশাখী ভাতা
- সার্বক্ষণিক গাড়ি (জ্বালানি ও চালকসহ)
- ইনস্টিটিউটের অন্যান্য সুবিধা
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম এই লিঙ্ক থেকে ডাউনলোড করতে হবে। ফরম পূর্ণ করে পাসপোর্ট সাইজের ৩টি ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত অনুলিপি সহ আবেদনপত্র সরাসরি, ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ,
বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট,
বিজিআইসি টাওয়ার (প্রথম-চতুর্থ তলা ও নবম-১০ম তলা),
৩৪, তোপখানা রোড, ঢাকা-১০০০।
আবেদনের শেষ তারিখ: ৩ মার্চ ২০২৫।