Home আন্তর্জাতিক মধ্যপ্রাচ্য সৌদি আরবে রোজা শুরু আগামীকাল

সৌদি আরবে রোজা শুরু আগামীকাল

Posted by on in আন্তর্জাতিক 0
1st Image

পবিত্র রমজান মাস ইসলামী ধর্মবিশ্বাসীদের জন্য এক গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে সংযম, আত্মিক পরিশুদ্ধি, সামাজিক সংহতি ও সহমর্মিতার চর্চা বিশেষভাবে জোরালো হয়ে ওঠে। প্রতিবছর চাঁদ দেখা সাপেক্ষে রোজা শুরুর তারিখ নির্ধারিত হয় বলে বিশ্বের বিভিন্ন দেশে রোজা শুরু হয় ভিন্ন দিনে। এ বছরও তার ব্যতিক্রম ঘটছে না। মধ্যপ্রাচ্যের সৌদি আরব থেকে শুরু করে দক্ষিণ-পূর্ব এশিয়া, এমনকি ইউরোপ-অস্ট্রেলিয়ায় বসবাসরত মুসলিমরা নিজ নিজ দেশের আকাশে রমজানের চাঁদ অনুসন্ধান করে থাকেন।

সৌদি আরবে আজ শুক্রবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে আগামীকাল শনিবার (চাঁদ দেখা অনুসারে) রোজা শুরু হবে। সৌদিতে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় প্রথমে চাঁদ দেখতে কিছুটা দেরি হয়েছিল। এরপর মক্কা ও এর আশপাশের বিভিন্ন পর্যবেক্ষণকেন্দ্রের মাধ্যমে চাঁদ দেখা গেলে রোজা শুরুর সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।  

চাঁদ দেখা যাওয়ার পর থেকেই সৌদি আরবের মুসল্লিরা আজ শুক্রবার এশার নামাজের পর তারাবিহ নামাজ আদায় করবেন। এই তারাবিহ নামাজকে কেন্দ্র করে পবিত্র মক্কা, মদিনাসহ দেশের বিভিন্ন মসজিদে মুসল্লিদের ঢল নামার আশা করা হচ্ছে। দীর্ঘ এক মাস ধরে তারা রোজার সময় সংযম পালন, ইবাদত-বন্দেগি ও ধর্মীয় অনুশীলনের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন।

রমজানের তারিখ নির্ধারণের ক্ষেত্রে সৌদি আরবের সিদ্ধান্ত প্রায়ই আন্তর্জাতিকভাবে প্রভাব ফেলে। তবে আবহাওয়া বা ভৌগোলিক অবস্থানগত কারণে অনেক দেশই নিজস্ব পর্যবেক্ষণের ওপর নির্ভর করে। ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তে রোজা শুরু হতে পারে এক-দুই দিনের ব্যবধানে।  

মালয়েশিয়া, ফিলিপাইন, ব্রুনেই ও জাপান: এ দেশগুলো সরকারিভাবে আগেই ঘোষণা দিয়েছিল যে সেখানে রোজা শুরু হবে আগামী রোববার থেকে। এই দেশগুলোতে চাঁদ দেখার সময় ও পদ্ধতি সৌদি আরবের চেয়ে কিছুটা আলাদা হওয়ায় মাঝে-মধ্যেই একদিন পরে রোজা শুরু হতে দেখা যায়।  
অস্ট্রেলিয়া ও ওমান: অস্ট্রেলিয়াতে বসবাসরত মুসলিম সম্প্রদায় এবং মধ্যপ্রাচ্যের আরেক দেশ ওমানে রমজান শুরু হচ্ছে আগামীকাল শনিবার থেকেই। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ দেশবাসীকে ইতিমধ্যে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।   

এছাড়াও ইউরোপ ও আমেরিকার বিভিন্ন অঞ্চলে মুসলিম সম্প্রদায় স্থানীয় মসজিদ, ইসলামিক সেন্টার ও সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষের সাহায্যে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে নেয়। কোথাও কোথাও আবার সৌদি আরবের ঘোষণা অনুসরণ করেই পরের দিন থেকে রোজা পালন শুরু হয়।

বাংলাদেশেও পবিত্র রমজানের চাঁদ দেখা সাপেক্ষে রোজা শুরুর প্রস্তুতি চলছে। দেশের জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সাধারণত চাঁদ দেখার দিন সূর্যাস্তের পর অনুষ্ঠিত হয়। সরকারিভাবে জানানো হয়েছে, **আগামীকাল শনিবার সন্ধ্যায়** রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে এই সভা বসবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন সভায় সভাপতিত্ব করবেন।  

এ সভায় চাঁদ দেখার বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হবে এবং সারা দেশে রোজা শুরুর তারিখ ঘোষণা করা হবে। চাঁদ দেখা গেলে তার ঠিক পরদিন থেকে রোজা শুরু হবে; না দেখা গেলে পরের দিন থেকেই গণনা শুরু হবে।  

যোগাযোগের জন্য নম্বর

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কোথাও রমজানের চাঁদ দেখা গেলে সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে তথ্য জানাতে।  
- টেলিফোন: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬, ০২-৪১০৫০৯১৭  
- ফ্যাক্স: ০২-২২৩৩৮৩৩৯৭, ০২-৯৫৫৫৯৫১  

জাতীয় চাঁদ দেখা কমিটি সব তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। এটি মূলত স্থানীয় পর্যায়ে চাঁদ দেখার সঙ্গে সৌদি আরব ও অন্যান্য দেশের সময় পার্থক্যের বিষয়টি সমন্বয় করে করার একটি প্রক্রিয়া।