ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেলো ৩ শ্রমিকের

Posted by on in বাংলাদেশ 0
1st Image

রবিবার (১৪ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর গুনিয়াউক ইউনিয়নের গুটমা গ্রামে একটি নির্মাণাধীন বাড়ির ভবনের সেপটিক ট্যাংকে নেমে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।


নির্মাণাধীন বাড়ির ওই ট্যাংক থেকে লাশ উদ্ধারের জন্য আজ রোববার সকাল থেকেই কাজ করছেন পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন। নিহতরা হলেন- হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার কৃষ্ণ নগরের ফজলুল হকের ছেলে আলম মিয়া ও শফিক মিয়া। অপর নিহতের নাম এখনো জানা যায়নি। তবে তার বাড়িও মাধবপুর বলে জানা গেছে।


স্থানীয়রা জানান, সকালে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের কাঠের মাচা খুলতে ট্যাংকে নামেন ওই তিন জন। পরবর্তীতে তাদের কোনো সাড়া না পেয়ে স্থানীয়রা এগিয়ে যান। এ সময় শ্রমিকদের নিথর দেহ দেখতে পান তারা।


নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা বলেন, ‘আমরা ধারণা করছি গ্যাসের কারণে এমনটা হতে পারে। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না তা পরবর্তীতে বলা যাবে।’