রাশিয়ায় মার্কিন ডলারের ব্যবহারকে ছাড়িয়ে গেছে চীনের মুদ্রা ইউয়ান

Posted by on in আন্তর্জাতিক 0
1st Image

বর্তমান ফিলিস্তিনে চলমান গণহত্যার মধ্যে দিয়েই চীনা ইউয়ান মার্কিন ডলারকে পরাজিত করে রাশিয়ায় আনুষ্ঠানিকভাবে সবচেয়ে বেশি ব্যবহৃত মুদ্রা হয়ে উঠেছে বলে ওয়াচার গুরু রিপোর্ট করেছেন।

এদিকে নতুন তথ্য রিপোর্ট থেকে জানা যায় চীন ইউয়ানের বাণিজ্য রাশিয়ায় মুদ্রার লেনদেনের প্রায় 42% অন্যদিকে যেখানে মার্কিন ডলারে লেনদেনের পরিমাণ প্রায় ৩৯.৫% । পরিসংখ্যা থেকে আরও জানা যায় যে ইউয়ানের ট্রেডিং ভলিউম প্রায় তিনগুণ বেড়েছে যা ২০২৩ সালে $৩৮৫ বিলিয়ন পৌঁছায়।

গবেষকরা ধারণা করছে যে এই বছর, ইউয়ানে ট্রেডিং গত বছরের তুলনায় আরো বৃদ্ধি পাবে, যদিও রাশিয়া ইতিমধ্য পশ্চিমা বিধি-নিষেধের সাথে লড়াই করছে। আরোপিত নিষেধাজ্ঞাগুলির ফলে প্রতিষ্ঠিত রুটের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক লেনদেন  অক্ষম হলেও এরই মধ্যে রাশিয়া নতুন বিকল্পের সন্ধান করছে  যাতে  চীনা ইউয়ান ব্যবহার করে বৈদেশিক বাণিজ্য পরিচালনা এবং মার্কিন ডলারের পরিবর্তে লেনদেন করা যায়।