ইরানে হামলা হলে হামলার জবাব দেয়া হবে কয়েক সেকেন্ডে

Posted by on in আন্তর্জাতিক 0
1st Image

সম্ভাব্য হামলার আশঙ্কায় কঠোর অবস্থানে ইরান। নজিরবিহীন হামলার পর এবার ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিল ইরানের রাজনীতিবিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী আলি বাঘেরি কানি। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি জানান, তাদের ওপর যেকোনো রকম হামলার ভয়াবহ জবাব দেয়া হবে।


গত শনিবার রাতভর ইসরায়েলে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই হামলার একদিন পর ইসরায়েলের যুদ্ধকালীন জরুরি মন্ত্রিসভার বৈঠকে ইরানের হামলার জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। এর আগে দু’বার মিটিং করেছেন তারা।


মঙ্গলবার (১৬ এপ্রিল) কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিকে ইব্রাহিম রইসি বলেছেন, ‘আমরা স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছি যে, ইরানি স্বার্থের বিরুদ্ধে যে কোনও অপরাধীর ন্যূনতম পদক্ষেপের ফল অবশ্যই কঠোর, বিস্তৃত এবং বেদনাদায়ক হবে।’


এদিকে ইরানের রাজনীতিবিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী আলি বাঘেরি কানি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন, 'ইসরাইল যদি কোনো প্রতিশোধ নেয়, তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে তার পাল্টা জবাব দেবে তেহরান। এক্ষেত্রে ইরান এমন অস্ত্র ব্যবহার করবে, যা আগে কখনো ব্যবহার হয়নি। আর এর জবাব দেয়ার জন্য ১২ দিন অপেক্ষা করবে না ইরান।'