ট্রাম্পকে জরিমানা ও জেলে পাঠানোর হুমকি আদালতের

Posted by on in আন্তর্জাতিক 0
1st Image

গত মঙ্গলবার পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে বিপুল পরিমাণ ঘুষ দেয়ার অভিযোগে করা মামলার বিচারকাজ চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে আদালত অবমাননার দায়ে ৯ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। তবে এই জরিমানা করার পরও যদি ট্রাম্প  অবমাননা থেকে বিরত না থাকে তাহেলে তাকে কারাগারে পাঠানোর হুমকি দিয়েছেন বিচারক।

রয়টার্সের প্রতিবেদনর এক লিখিত আদেশে বিচারক জুয়ান মার্চান বলেছেন, 

যদিও এই জরিমানা ট্রাম্পকে আদালতের আদেশ মান্য করাতে যথেষ্ট না-ও হতে পারে। তবে এর চেয়ে বেশি জরিমানা করার ক্ষমতা আমার নেই। তবে তিনি এ-ও বলেছেন, ট্রাম্প যদি ইচ্ছে করে আদেশ অমান্য করতে থাকে তাহলে তা আদালত সহ্য করবে না। প্রয়োজনে আদালত সঠিক মনে করলে তাকে কারাগারে পাঠিয়ে সাজা দেয়া হতে পারে।