ঢাকাই ছবির আবেদনময়ী নায়িকা ইয়ামিন হক ববি। তিনি অভিনয়ের জগতে প্রবেশ করেন ২০১০ সালে ‘খোঁজ- দ্য সার্চ’ ছবির মাধ্যমে। এরপর অভিনয় করেছেন কয়েক ডজন সিনেমায়। সর্বশেষ ২০১৯ সালে তার অভিনীত সিনেমা ‘নোলক’ মুক্তি পেয়েছিল। ঐ সিনেমায় তার বিপরীতে ছিলেন সুপারস্টার শাকিব খান। অভিনয়ের পাশাপাশি রয়েছে তার নিজস্ব প্রযোজনা সংস্থাও।
এদিকে দীর্ঘ বিরতির পর ববির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ময়ূরাক্ষী’ আসছে আগামী ঈদুল আজহায়। ২০১৯ সালে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিমান ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে ‘ময়ূরাক্ষী’ নির্মাণের কথা শোনা যায়। তবে নির্মাতা রাশিদ পলাশ জানান, এটি প্রেমের গল্প, তবে গল্পের প্রয়োজনে বিমান ছিনতাইয়ের ঘটনাও দেখা যাবে।
এদিকে এখনো বিয়ে করেননি নায়িকা ববি। এর আগে প্রেমের সম্পর্ক থাকলেও বিয়ে পর্যন্ত তা গড়ায়নি। বিয়ের ব্যাপারে প্রশ্ন করা হলে গণমাধ্যমকে তিনি বলেন, 'বিয়ে না করে শান্তিতে আছি, এটা কি মানুষের পছন্দ হয় না? সব জায়গায় গেলে একটাই প্রশ্ন, বিয়ে কবে করব? হ্যাঁ করব, তবে দায়িত্বশীল এবং ভালো মানুষ সবসময় পাওয়া যায় না। সে রকম কারও সঙ্গে দেখা হলে অবশ্যই বিয়ে করব।' পাত্রের কী কী গুণ থাকতে হবে, এ প্রসঙ্গে তিনি জানান, আমাকে কেয়ার করতে হবে, ভালোবাসতে হবে এবং টল (লম্বা) হতে হবে।
পছন্দের পাত্র পেলে বিয়ে করবেন ববি
